ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন সজিব

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:২৫, ২৩ আগস্ট ২০২৪; আপডেট: ২২:৩৭, ২৬ আগস্ট ২০২৪

মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন সজিব

বন্যা দুর্গত এলাকায় সহায়তা করছেন সজিব।

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বন্যাকবলিত হয়েছে দেশের ১১টি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৮ লাখের বেশি মানুষ।

এসব জেলার মধ্যে ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক অন্যদিকে অকল্পনীয়। শুধু ফেনী নয়, এর পাশের জেলা কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা আগ্রাসী রূপ ধারণ করেছে। বহু জায়গায় বন্যার পানি ঘরের চাল ছুঁয়েছে কিংবা উপচে গেছে। এই কঠিন সময়ে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন আহমেদ বিন সজিব। 

ফেনী,কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কিছু জেলায় বন্যা দুর্গতদের সেখানেই নিজের অর্থায়নে সহায়তা করছেন আহমেদ বিন সজিব। শুকনো খাবার, খাবার পানি, সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তাদের দিয়েছেন ইতোমধ্যেই। বন্যা কবলিত এলাকায় তার ত্রাণ পৌঁছে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ও পৌঁছে দিয়েছেন ত্রাণ।

এ বিষয়ে সজিব বলেন, ‘সবার উচিৎ সাধ্যমত সহযোগিতা করা । আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।  সবার উচিৎ বন্যার্তদের পাশে দাঁড়ানো ‘

বন্যা দুর্গত এলাকার একজন ব্যক্তি বলেন, ‘আমি দেখেছি (সজিব) উনি নিজে গিয়ে উনার সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। তিনি নিজে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌছে দিচ্ছেন। তাছাড়া, আস সুন্নাহ ফাউন্ডেশন তিনটি পর্যায়ে তাদের এই বন্যা দুর্গতদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’

×