ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় সাড়ে ৫ ঘণ্টা অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা
গাজীপুরে বকেয়া বেতনভাতা দাবিতে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় সাড়ে ৫ ঘণ্টা অবরোধ করে রাখে। বৃহস্পতিবার মহানগরীর টিএনজেড অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
বিক্ষোভকারী শ্রমিক ও স্থানীয়রা জানান, মহানগরীর টিএনজেড গ্রুপে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছে। শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকরা বেশ কিছুদিন ধরে তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়ে দিনতারিখ নির্ধারণ করলেও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। সর্বশেষ ২০ আগস্ট পরিশোধ করার কথা থাকলেও পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বুধবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে গিয়ে অবরোধ করে। বিকেল পৌনে তিনটা পর্যন্ত প্রায় সাড়ে ৫ ঘণ্টা সড়ক অবরোধের কারণে উভয়দিকের যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল শুরু করে।
গাসিক মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি
গাজীপুর সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক ও মাস্টাররোল হিসেবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পরে প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন তারা।
চুক্তিভিত্তিক-মাস্টাররোল কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নগরীর ৮টি জোনের সহ¯্র্রাধিক কর্মকর্তা ও কর্মচারী যোগ দেন। চুক্তিভিত্তিক- মাস্টাররোল কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি সদস্য প্রকৌশলী আমজাদ হোসেনসহ আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর সদরের সাবেক ২টি পৌরসভাসহ ৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন।
যা বাংলাদেশের সর্ববৃহৎ সিটি করপোরেশন। সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রায় ১১ বছর অতিবাহিত হলেও পৌরসভা হতে এই পর্যন্ত নগর উন্নয়নের জন্য কোনো স্থায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে প্রায় ১ হাজার ২২৫ জনের অধিক মাস্টাররোল/ চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরিভিত্তিক জনবল এই নগরের প্রতিটি মানুষকে সেবা প্রদান করছেন। এ ব্যাপারে গাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, মাস্টাররোল ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।