ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

ফটিকছড়িতে বন্যার পানিতে জীবিত শুশুক! 

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ১৪:৪২, ২২ আগস্ট ২০২৪

ফটিকছড়িতে বন্যার পানিতে জীবিত শুশুক! 

পানিতে ভেসে এসেছে শুশুকটি।

ফটিকছড়িতে বন্যার পানিতে ভেসে এসেছে বিপন্ন প্রাণী জীবিত শুশুক। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি হারুয়ালছড়ির ৭নং ওয়ার্ডের পাটিয়ালছড়িতে এ শুশুকটি ধরা পড়েছে। 

আনুমানিক ২০-২৫ কেজি ওজনের মাঝারি সাইজের শুশুকটি কইজালিতে ধরা পড়ে। এটি ধরার কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা আবারো পানিতে অবমুক্ত করে দেয়।

জানা যায়, হালদা নদী, ধুরুং খালসহ উপজেলা বিভিন খাল, শাখা খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মানুষের পুকুর, ডেবা এবং মাছের বিভিন্ন প্রজেক্ট পানিতে ভেসে গেছে। এরপর থেকে বিল, রাস্তা-ঘাটের পানিতে বিভিন্ন জাতের মাছ পাওয়া যাচ্ছে। এজন্য কেউ হাত জাল, কেউ বড় জাল কেউ বা কইজাল বসিয়ে মাছ ধরছেন। আর একটি কইজালে আটকা পড়ে মাঝারি সাইজের এ শুশুকটি।

এম হাসান

×