ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চমেক হাসপাতালে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি দেওয়া হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২৩:৫৩, ২১ আগস্ট ২০২৪

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি দেওয়া হবে

ড. আ. ফ. ম. খালিদ হোসেন

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দেশের প্রচলিত আইনেই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বুধবার সকালে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 
ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, যারা আহত হয়েছেন তারা সুস্থ না হওয়া পর্যন্ত ব্যয়ভার সরকার বহন করবে। বিশেষজ্ঞরা যদি বিদেশে পাঠানোর জন্য মতামত দেন তাহলে আমরা তাতেও সম্মত আছি। বিভিন্ন এনজিওর প্রতি আহ্বান জানাই, আহতদের পাশে দাঁড়ান। প্রধান উপদেষ্টা একটি ফাউন্ডেশন করার প্রক্রিয়া শুরু করেছেন। সেখানে তথ্য থাকবে, কারা আহত হয়েছেন, কারা নিহত হয়েছেন। তাদের পারিবারিক সহায়তা, লেখাপড়া এ ফাউন্ডেশনের মাধ্যমে হবে।

এটা আমরা সরকারি পর্যায়েও দিতে পারি বা বেসরকারি পর্যায়েও রাখতে পারি। এ ব্যাপারে আপনাদের সহায়তা চাই। অন্যান্য এনজিওকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা আছেন আমরা তাদের সঙ্গে আছি, পুরো জাতি তাদের সঙ্গে আছে। অন্য এনজিওদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
মন্দিরে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা ও মসজিদ-মাদ্রাসা দখল হচ্ছে, এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যারা উপাসনালয়ে হামলা করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ভাইদের যারা আক্রমণ করে আমরা তাদের ক্রিমিনাল মনে করি। অন্তর্বর্তী সরকার এ ক্রিমিনালদের দেশের প্রচলিত আইনেই শাস্তি দেবে। একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রদায়িক ইস্যুকে চাঙ্গা করেছে। বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের একই অধিকার আছে উল্লেখ করে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের যে অধিকার একজন হিন্দু-বৌদ্ধ ভাইদেরও একই অধিকার আছে। আমরা এ অধিকারের চর্চা করতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন প্রয়াসকে সুযোগ দেওয়া হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের সঙ্গে আমরা আছি, থাকব। তিনি আরও বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন আহতদের নগদ সহায়তা দিচ্ছে। প্রায় পাঁচ কোটি টাকা তারা ইতিমধ্যে দিয়েছেন। এখানে আজকেও যে ৩০ জনের মতো চিকিৎসাধীন আছেন, আমরা আজকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা করব। ১৫-২০ লাকা টাকা দেব।
এরপর দুপুরে তিনি বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে সার্কিট হাউসে বিভিন্ন ধর্মাবলম্বীর সঙ্গে সভা করেন।

×