ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

তিতাসে গোমতীতে বিলীন অস্থায়ী সেতু

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ২২:১৩, ২১ আগস্ট ২০২৪

তিতাসে গোমতীতে বিলীন অস্থায়ী সেতু

গোমতী নদীর ওপর ইস্পাত ও কাঠের সংমিশ্রণে নির্মিত অস্থায়ী সেতু ভেঙে পড়েছে

তিতাসে ভারি ভর্ষণের ফলে সৃষ্ট বন্যার ¯্রােতে বিলীন হয়ে গেছে গোমতী নদীর ওপর ইস্পাত ও কাঠের সংমিশ্রণে নির্মিত অস্থায়ী সেতুটি। বুধবার বিকেলে উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন ওই সেতুটি ভেসে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সময় সেতুটির ওপর দিয়ে পারাপাররত মানুষকে দিগি¦দিক ছুটতে দেখা যায়। সেতুটি প্রথমে পূর্বদিকে হেলে যায়। তারপর কিছুক্ষণ ভেসে তা নদীতে বিলীন হয়ে যায়।
এতে চরম ভোগান্তিতে পড়েছে প্রায় ২২ গ্রামের লক্ষাধিক মানুষ। চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাসীর মাঝে। দুর্বল অবকাঠামো নির্মাণ ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সেতুটি এ নিয়ে দুইবার ভেঙে যায় বলে জানান তারা। পথচারীরা জানান, সেতুটি ভেঙে পড়ায় আমরা দুশ্চিন্তায় আছি। বিকল্প নৌকায় যাতায়াত করতে গেলে এখন টাকা ও ঘণ্টার ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। এখনো পরিদর্শনে যেতে পারিনি। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

×