শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান ও আসাদুজ্জামান খান কামাল
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন মিজি নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৮০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বিকেলে নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। বুধবার সন্ধ্যায় মামলা দায়েরের এ বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া বলেন, এ মামলায় অজ্ঞাত আরো ২শ’ থেকে আড়াইশ জনকে আসামী করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মামলার এজাহারে অভিযোগ করেন, গত ১৯ জুলাই শুক্রবার বাদীর ছেলে আবুল হোসেন মিমির বাসের ড্রাইভিং করার জন্য ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়ে অটোরিক্সাযোগে সাইনবোর্ড আসেন। এ সময় ছাত্র-জনতার রাস্তার অবস্থান করায় অটো থেকে নেমে পড়েন। এ সময় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে আওয়যামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা সাইনবোর্ডে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলন পন্ড করতে গুলিবর্ষণ করেন।
শামীম ওসমানের ভাতিজা আজমীরে ওসমান তার হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে আবুল হোসেন মিজির পেটে গুলিবিদ্ধ হয়। এ সময় কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রো-এ্যাকটিভ মেডিকেলে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায রাতে মারা যায়।
শহিদ