ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

হাসিনাকে পৃথিবীর কোথাও আশ্রয় দেওয়া হবে না : মামুনুল হক

প্রকাশিত: ১৬:০০, ২১ আগস্ট ২০২৪; আপডেট: ১৬:৩৮, ২১ আগস্ট ২০২৪

হাসিনাকে পৃথিবীর কোথাও আশ্রয় দেওয়া হবে না : মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাবিবপুর ঈদগাঁ ময়দানে মামুনুল হক তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘স্মরণ করে দিতে চাই ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। এই পতিত, নিক্ষিপ্ত ও ডাস্টবিনের মালকে পৃথিবীর কোথাও আশ্রয় দেয়া হবে না। পরিষ্কার করে বলে দিতে চাই দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো পরিবার নির্বাসিত হোক কোনো আপত্তি নাই। কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে।’

বুধবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাবিবপুর ঈদগাঁ ময়দানে পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, এখনো দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে আবার এ দেশকে নরেন্দ্র মোদির দেশে পরিণত করবে তাহলে এ স্বপ্ন বাদ দিয়ে দেন। আপনাদের মতো এ ফ্যাসিবাদদের এ দেশে মানুষ আর কোনো দিন মেনে নিবে না।

তিনি বলেন, ২০০৯ সালের পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করা হয়েছিল। ২০১৩ সালে শাপলা চত্বরে তাহাজ্জুদরত সহস্রাধিক হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। সর্বশেষে শিক্ষার্থীদের ওপর যেভাবে গুলি করে হত্যা করেছে যা পৃথিবীর ইতিহাসে বিরল।

এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, দেশের জনগণের টাকায় হেলিকপ্টার কেনা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। আর সে হেলিকপ্টার থেকে পুলিশ নির্বিচারে গুলি করে শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে। এ বাংলার মাটিতে এর বিচার করতেই হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক ও ইমাম ওলামা ঐক্য পরিষদের সোনারগাঁ শাখার মহাসচিব মুফতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খাঁন, খেলাফত মজলিশের সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ ক্বারি আব্দুল আওয়াল প্রমুখ।

পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়ার মাধ্যমে মাগফিরাত কামনা করা হয়।

এবি 

×