পৌর শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিক্সা ও মিশুক স্ট্যান্ড
কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিক্সা ও মিশুক স্ট্যান্ড। বিভিন্ন মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় গড়ে ওঠা এসব স্ট্যান্ডে যাত্রী ও মালামাল টানাটানির কারণে নাগরিক জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। দেখার যেন নেই কেউ।
শহরের প্রবেশমুখ ত্রিমোহনী, ধরলা ব্রিজ ও জজ কোর্ট মোড় থাকে অটোরিক্সা ও মিশুকের দখলে। এ ছাড়া কলেজ মোড়, নতুন বাজার, শাপলা চত্বর থেকে পৌরসভার প্রবেশ গেট, ঘোষপাড়া, দাদা মোড়সহ প্রধান সড়কের অধিকাংশ জায়গা অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের চাপে অন্যান্য যান নিয়ে চলাচল কঠিন হয়ে পড়ছে। বাস-ট্রাকসহ বড় যানবাহনের ধীরগতিতে চলাচলের জায়গা মিললেও মোটরসাইকেল ও সাইকেল চালকদের বেকায়দায় পড়তে হয়। পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে না। প্রতিদিনই শহরে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রবেশ পথ নতুন বাজার ও ঘোষপাড়ায় স্ট্যান্ড থাকায় প্রায়শই জরুরি রোগী নিয়ে হাসপাতালে যেতে বেগ পেতে হয়। অটোরিক্সাগুলো এসব স্ট্যান্ড থেকে শুরু করে একটু পর পর সড়কের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে থাকে। ফলে স্কুল, কলেজ ও অফিসের সময় রাস্তায় যানজট তীব্র আকার ধারণ করে। কুড়িগ্রাম সদর ট্রাফিক ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এ ছাড়াও অটোস্ট্যান্ডগুলোকে স্থানান্তরের জন্য আমরা পরিকল্পনা করছি।