টঙ্গীবাড়ির পুরাপাড়ায় ড্রেজারে অবৈধভাবে বালু ভরাট চলছে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রকাশ্যে ড্রেজিং করে অবৈধভাবে জমি ভরাটের কাজ চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুরাপাড়া গ্রামের মাসুদ খান বাংলা ড্রেজার বসিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করে জমি ভরাট করছে। এতে করে আশেপাশের অনেকের জমি ভেঙে যাচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায়, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জমি ভরাট করা হচ্ছে। শ্রেণি পরিবর্তনের অনুমতির বিধান থাকলেও তার কোনো বালাই নেই।
এ ব্যাপারে জমির মালিক মাসুদ খান বলেন, আমরা পুকুর থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে জমি ভরাট করছি, অনুমোদন নেওয়ার কি আছে। এদিকে অপরিকল্পিতভাবে ভরাটের কারণে জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়ছে। শুধু ভরাটকৃত জমিই নয়, আশপাশের জমিতে বালুর স্তর পরেও জমির চাষাবাদে উর্বরতা হারাচ্ছে। টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু জানান, অনুমোদনবিহীন কেউ ড্রেজিং করে বালু উত্তোলন করতে পারবে না। যত প্রভাবশালী হউক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।