ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

শামীম ওসমানের খোঁজে হোটেল-রিসোর্টে অভিযান, গ্রেফতার ২১

প্রকাশিত: ১৬:১৬, ১৭ আগস্ট ২০২৪

শামীম ওসমানের খোঁজে হোটেল-রিসোর্টে অভিযান, গ্রেফতার ২১

অভিযান চালিয়ে নারীসহ ২১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রিসোর্টে অভিযান চালিয়ে নারীসহ ২১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার ডলুবাড়ি এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধরতে হোটেল-রিসোর্টে অভিযান চালালে এই ২১ জনকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা ও মেজর ইমরানের নেতৃত্বে বিভিন্ন হোটেল রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশ ও বিজিবি সদস্যরাও ছিলেন।

জানা গেছে, উপজেলার ডলুবাড়ি এলাকায় গ্রিন প্যালেস টি রিসোর্ট এবং টংথাই রিসোর্ট থেকে রিসোর্টের পরিচালকসহ তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ মামলা দিয়ে মৌলভীবাজার আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, শ্রীমঙ্গলের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মেজবা, বিজিবির মেজর এমরান ও শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মূলত নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ধরার জন্য অভিযানটি পরিচালনা করা হয়। তবে শামীম ওসমানকে পাওয়া না গেলেও ২১ নারী-পুরুষকে ধরা।

এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগের নাম বিক্রি করে গ্রিন প্যালেস টি রিসোর্ট ও টংথাই রিসোর্টের মালিকরা এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। উপজেলা আওয়ামী লীগের নেতাদের ও শ্রীমঙ্গল থানা পুলিশকে মাসোয়ারা দিয়ে এই ব্যবসা চালানো হতো।

শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাস গণমাধ্যমকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।


 

 

তাসমিম

×