বস্তায় আদা চাষ করে লাভবান কৃষকরা
বাড়ির পাশে অবহেলায় পড়ে পতিত জমির ব্যবহারে খুলে গেছে কৃষির এক নতুন দিগন্ত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাসহ উত্তরের বিভিন্ন এলাকায় এমন পরিত্যক্ত স্থানে বস্তায় আদা চাষ করে আমদানি নির্ভরতা কমানোয় ব্যাপক ভূমিকা রাখছেন কৃষকরা। গত তিন-চার বছরেই মসলা জাতীয় এ ফসলের চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা।
আর্থিকভাবে লাভবান হওয়ায় কৃষক পর্যায়ে প্রতি বছরই বাড়ছে বস্তায় আদা চাষ। প্রচলিত পদ্ধতির চেয়ে এ পদ্ধতির আদা চাষে রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ মনে করছে, বাড়ির আঙিনা, বাড়ি সংলগ্ন রাস্তার আশপাশে ও বিভিন্ন ফল বাগানের নিচে সহজেই এর চাষ করা যায় বলে পতিত জমির সর্বোত্তম ব্যবহার বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার কয়েকটি গ্রামসহ উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় খুব সহজেই বাড়ির আঙিনায়, আশপাশে ও ফল বাগান এবং গাছতলার ছায়াযুক্ত স্থানেও এর চাষ হয় বলে দিন দিন কৃষক পর্যায়ে বস্তায় আদা চাষ সম্প্রসারণ হচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর বৈরাগীরবাজার গ্রামের কৃষক চঞ্চল মিয়া গত বছর ছয়শ’ বস্তায় আদা চাষ শুরু করেন। খরচ বাদ দিয়ে লাভবান হওয়ায় এবার তিনি বসতবাড়ির আঙিনায়, আশপাশ এবং ফল বাগানে প্রায় ১৭শ’ বস্তায় আদা চাষ করেছেন। এ ছাড়াও পৌরসভার খলসী গ্রামের শহিদুল ইসলাম, খলিলুর রহমানসহ আনেকেই এবার বস্তায় আদা চাষ করছেন।
চঞ্চল মিয়া বলেন, মাটির সাথে পরিমাণমতো কৃষি উপকরণ মিশিয়ে বস্তায় আদা রোপণ করতে হয়। প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি, রোগবালাই ও পরিচর্যা ব্যয় বেশ কম। আর খুব সহজেই এই পদ্ধতিতে আদা চাষ করা যায়। এছাড়াও পরিচর্চার ক্ষেত্রে বেশ সহজ হয় বলে এই পদ্ধতির আদা চাষ করে বেশ লাভবান হয়েছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ বছর পাঁচশ’ ৯০ হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে। এর মধ্যে এক হাজার চারশ’ কৃষক ৮৫ হাজার বস্তায় আদা আবাদ করছেন। যা থেকে মোট আট হাজার দুইশ’ ৬০ টন আদা উৎপদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলাতেই ৩০ হাজার তিনশ’ বস্তায় আদা চাষ করা হয়েছে।
আগামীতে বস্তায় আদা চাষের পরিধি আরও বাড়বে বলে মনে করেন কৃষক ও সংশ্লিষ্টরা। গোবিন্দগঞ্জ পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাচার্য বলেন, যত্রতত্র বস্তায় আদা চাষ শুরু হওয়ায় পতিত জমির সর্বোত্তম ব্যবহার বাড়ছে। আগামীতে এই পদ্ধতিতে আদা চাষ যাতে আরও বাড়ানো যায় সেজন্য কৃষকদের পাশে থেকে কাজ করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান জনকণ্ঠকে জানান, যারা বস্তায় আদা চাষ করছেন এ ধরনের কৃষকদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে প্রযুক্তিগত ও কারিগারি সহযোগিতার পাশাপাশি সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।