ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

প্রকাশিত: ২২:৪৩, ১৪ আগস্ট ২০২৪

এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই

এনআরবিসি ব্যাংক

গাজীপুরে এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মারিয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর সদর থানার মারিয়ালী এলাকায় অবস্থিত সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে। জমির দলিল রেজিষ্ট্রশনের স্থানীয় সরকার কর বাবদ আদায়ের ২৯ লাখ টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার তিন কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। মারিয়ালি প্রাইমারী স্কুলের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে কয়েকব্যক্তি এসে কমান্ডো স্টাইলে মাইক্রোবাসের গতিরোধ করে। তারা হকিস্টিক দিয়ে গ্লাস ভেঙ্গে মাইক্রোচালক মো. হাবিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে কর্মচারীদের মারধর করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

তবে স্থানীয়রা জানান, কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই টাকাগুলো বহন করা হচ্ছিল। ঘটনার সময় ব্যাংকের ওই মাইক্রোবাসে চালকসহ  দুইজন ছিলেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এনআরবিসি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার মাহমুদুল হক বলেন, ‘কি ঘটনা ঘটেছে হেড অফিসের সাথে পরামর্শ ছাড়া বলতে পারব না।’

সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ২৯ লাখ টাকার বেশি টাকা ছিল বলে ব্যাংকের লোকজন তাকে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এম হাসান

×