ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

পানি লাগবে পানি, দেয়ালে দেয়ালে মুগ্ধ’র গ্রাফিতি

নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট

প্রকাশিত: ১৩:১৮, ১৪ আগস্ট ২০২৪

পানি লাগবে পানি, দেয়ালে দেয়ালে মুগ্ধ’র গ্রাফিতি

মুগ্ধর পানি লাগবে রংতুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। ছাত্র-জনতার জয়ের হাসি ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। আন্দোলনে মুগ্ধর পানি লাগবে পানি সহ  আলোচিত নানা স্লোগান, সহ গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি এখন ফুটে উঠছে লালমনিরহাটের দেয়ালে দেয়ালে। রংতুলির মাধ্যমে তা ফুটিয়ে তুলছেন দেশ কাঁপানো এই আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা।

বুধবার লালমনিরহাটে মিশনমোড়, কালীগঞ্জের উপজেলা পরিষদ চত্তর, হাতীবান্ধার মেডিক্যাল মোড়ে রঙিন সব ছবি আঁকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শিক্ষার্থীরা শুরুতেই সাদা রং দিয়ে পরিষ্কার করেন  দেয়াল গুলো। তারপর ছবি আঁকার মাধ্যমে আন্দোলনের দৃশ্যচিত্র ফুটিয়ে তুলছেন। আঁকা হয় জাতীয় পতাকা। 

লেখা হয় আন্দোলনে মারা যাওয়া ছাত্রদের নাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া আন্দোলনকারীদের স্বেচ্ছায় পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুগ্ধ।  মৃত্যুর আগে গুলিবিদ্ধ অবস্থায়ও তাঁর কন্ঠে ধব্বনিত হতে দেখা গেছে, পানি লাগবে, পানি? যে কারনে এ শ্লোগানটি এদেশের আন্দোলনকারীদের নিকট অমর বাণীতে রুপ নিয়েছে। এ স্মৃতিকে ধরে রাখতে হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিন্ডিশিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আহনাফ ফাইয়াজ রঙ্গন স্থানীয় মেডিকেল মোড়ে মুগ্ধ'র ছবি এঁকে পাশে লিখেছেন পানি লাগবে, পানি?   
 

এবি 

×