ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আত্রাইয়ে পানির নিচে সড়ক, নৌকাই ভরসা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত: ২২:২৮, ১০ আগস্ট ২০২৪

আত্রাইয়ে পানির নিচে সড়ক, নৌকাই ভরসা

আত্রাইয়ে সড়ক বর্ষার পানিতে ডুবে যাওয়ায় নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার

আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তাটি গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ডুবে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। ফলে ওই এলাকার আশপাশের কোমলমতি শিশু-কিশোরসহ হাজার হাজার মানুষ চলাচলের ক্ষেত্রে নৌকাই একমাত্র নির্ভরশীল হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার ভবানীপুর-শাহাগোলা পাকা সড়কের তারাটিয়া নামক স্থানে রতন ডারার (খাল) ওপর দীর্ঘদিন ধরে একটি ব্রিজ ছিল। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে নতুন করে ব্রিজ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। সে অনুযায়ী প্রায় তিন মাস পূর্বে ব্রিজটি ভেঙে ফেলা হয়।

এদিকে ব্রিজ ভাঙার পর জনসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা এবং ডারার ওপর একটি কাঠের সাঁকো তৈরি করা হয়। সাঁকোটি খুবই নিচু করে তৈরি করায় সম্প্রতি পানি বৃদ্ধি পেতে না পেতেই সাঁকোটি পানির নিচে তলিয়ে যায়। ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া, শ্রীরামপুর, কয়সা, তারাটিয়া বড়ডাঙ্গা, ছোটডাঙ্গাসহ কয়েক গ্রামের মানুষ শাহাগোলা হয়ে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য এ সড়কটি ব্যবহার করতে হয়। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইমরান খান বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বিকল্প রাস্তাটি ডুবে গেছে। সেখানে নৌকা দিয়ে যাত্রী পারাপারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে একটা নৌকা ব্যবস্থা করা হয়েছে।

×