লুট হওয়া অস্ত্র-মালামাল উদ্ধার করেছে র্যাব ও শিক্ষার্থীরা
শেখ হাসিনার পদত্যাগের পর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার করছে র্যাব-১১। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১’র এএসপি সনদ বড়ুয়া।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি চায়না রাইফেল (বাট ভাঙ্গা), ১টি সিজেট পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড সিজেট পিস্তলের গুলি, ১টি গ্যাস গান, ৫টি গ্যাস সেল, ২১টি রাবার বুলেট, ২১টি লেড বল, ১টি এক নলাবন্দুক, ১টি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি সাউন্ড গ্রেনেড, ৩ টি হ্যান্ডকাপ, ২টি মোটর সাইকেল ও ১টি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারী জিনিসপত্র। শুক্রবার শিক্ষার্থীরা লুট হওয়া দুটি অস্ত্রসহ ৪ পিকআপ ভর্তি মালামাল উদ্ধার করে আইশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেন।
র্যাব জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ থানায় হামলা, ভাংচুরসহ অগ্নিসংযোগ করে লুটপাট করে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলা বারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুট করে নিয়ে যায়। পরবর্তীতে নারায়ণগঞ্জে অবস্থিত র্যাব ১১’র একটি গোয়েন্দা টীম থানা থেকে লুট হওয়া সরকারী সম্পদ উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু অস্ত্র ও জিনিসপত্র উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় প্রাঙ্গণ এখনো পরিস্কার করছেন শিক্ষার্থীরা। থানা কার্যালয়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এদিকে শুক্রবার শিক্ষার্থীরা সিদ্ধিরগঞ্জের ৬নং ও ৭ নং ওয়ার্ড এলাকা থেকে লুট হওয়া কিছু অস্ত্র ও মালামাল উদ্ধার করেছে। এসময় দুটি অস্ত্র, ১টি হ্যান্ডকাপসহ প্রায় ৪ পিকআপ ভর্তি মালামাল উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা একত্রিত হয়ে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছেন।
এবি