ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কাউখালীর দুই স্কুলের মাঠে পানি

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

প্রকাশিত: ২২:১১, ৯ আগস্ট ২০২৪

কাউখালীর দুই স্কুলের মাঠে পানি

কাউখালী সদরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ

কাউখালী সদরের আদর্শ মাধ্যমিক  বিদ্যালয় ও কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতাপ্রতিবছরই বর্ষা মৌসুমে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়কিন্তু নিরসনে বাস্তবভিত্তিক নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপআশেপাশে পানি না থাকলেও বিদ্যালয়ের  পেছনে খোলা মাঠে থৈ থৈ করে পানিজুতা পায়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে নাদিনের পর দিন বন্ধ রয়েছে খেলাধুলা, করতে পারছে না শরীর চর্চাবিদ্যালয় ২টির কয়েক শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী জলাবদ্ধতার কারণে চরম বিপাকে পড়েছেনবর্ষা মৌসুমের শুরু থেকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছেএতে ভোগান্তির শিকার হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাপাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে পারছে নাকখনো বৃষ্টির পানিতে পা পিছলে পড়ে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের বই-খাতা

ভিজে যাচ্ছে তাদের পোশাকওফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমবিদ্যালয়ের  পেছনের খোলা মাঠে ও ডোবায় পানি জমে তা উপরে উঠে আসায় একটু বর্ষা হলেই কোনটা মাঠ আর কোনটা ডোবা বোঝা মুশকিলজলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও কমএ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবক মহলকাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লা বলেন, আমাদের বিদ্যালয়ের  পেছনে মাঠ ও ডোবার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মশা, মাছিসহ বিভিন্ন পোকামাকড়ের বংশ বৃদ্ধি পায়এবং এখানে বিভিন্ন ধরনের সাপের উপদ্রব লক্ষ্য করা যায়ছাত্রছাত্রীরা সাপ আতঙ্কে থাকেকাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা সাহা বলেন, বিদ্যালয়ের েিপছনের পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় ডোবার েিভতর ডেঙ্গু মশা, বিভিন্ন পোকামাকড়সহ সাপের উপদ্রবে খুদে শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে থাকে

সামান্য বৃষ্টি হলে তারা স্কুলে আসে নাএ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমি সরেজমিনে ডোবার সমস্যাগুলো দেখেছিএলাকাবাসী সহযোগিতা করলে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভবকাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমি বিদ্যালয় দুটো পরিদর্শন করেছি এবং বিদ্যালয়ের েিপছনের মাঠের অবস্থা দেখেছিপানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে

×