ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সড়কে শৃঙ্খলা রক্ষা ও পরিষ্কার কাজে শিক্ষার্থীরা

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৩১, ৮ আগস্ট ২০২৪

সড়কে শৃঙ্খলা রক্ষা ও পরিষ্কার কাজে শিক্ষার্থীরা

সড়কে শৃঙ্খলা ও আবর্জনা পরিষ্কার কার্যক্রম বৃহস্পতিবার অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা

সড়কে শৃঙ্খলা ও আবর্জনা পরিষ্কার কার্যক্রম বৃহস্পতিবার অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। ছাত্র-ছত্রীদের পাশাপাশি রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সদস্যরা এবং আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। 
নারায়ণগঞ্জ ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ শহরসহ জেলার আওতাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানজট নিরসনের জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের স্কাউট, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছেন। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে সরেজিমন গিয়ে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সিরাজগঞ্জ ॥ সড়ক-মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে সাধারণ শিক্ষার্থীসহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, স্কাউট গ্রুপ, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটি। এতে করে যান চলাচল ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রাতিষ্ঠানিক পোশাক পরিধান করে বৃহস্পতিবার সকাল থেকে শহরের প্রধান প্রধান মোড়ে সেবা দেওয়া হচ্ছে।

জেলা সদরের পাশাপাশি বিভিন্ন উপজেলা সদরের পৌর এলাকাগুলোর রাস্তায় রিক্সা, অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার, রোভার স্কাউট সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্টের সদস্য, সাধারণ শিক্ষার্থী একইসঙ্গে শিক্ষার্থীরা গত কয়েকদিনের সংঘর্ষে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজও করছেন।
নওগাঁ ॥ চলাচলের রাস্তা পরিষ্কার ও যানজট নিরসনে চালকদের নিয়ম মাফিক চলার জন্য দায়িত্ব তুলে নেয় শিক্ষার্থী। তৃতীয় দিনের মতো আজও তারা দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। আর দায়িত্ব পালন দেখে খুশি সাধারণ মানুষসহ সচেতন মহলরা।
টাঙ্গাইল ॥ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে, রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীদের। শিক্ষার্থী আল আমিন বলেন, আমরা সকাল থেকেই পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থান করি নিজ উদ্যোগে। যাতে যানজট না হয় সেদিকের খেয়াল রাখার জন্য আমাদের এই উদ্যোগ। 
মাদারীপুর ॥ বৃহস্পতিবার সকাল থেকে শহরের ডিসি ব্রিজ এলাকাসহ বিভিন্ন সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা মাদারীপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার, ইটেরপুরসহ বিভিন্ন বাজারে গিয়ে বাজার মনিটরিংয়ের কাজ করেন।
শরীয়তপুর ॥ বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা। এতে পাল্টে গেছে রাস্তায় চিরাচরিত যানজটের চিত্র। জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক সদর রোডের রাজগঞ্জ ব্রিজের নিকট চিরাচরিত যানজটের কোনো বালাই ছিল না। চালকগণ শিক্ষার্থীদের নির্দেশ মোতাবেক ওভার টেকিং না করে নিয়ম মোতাবেক গাড়ি চালানোর কারণে যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেয়েছে চালক ও যাত্রীরা।

×