ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ৮ আগস্ট ২০২৪

নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

লালমনিরহাটে বিভিন্ন মার্কেট ও পাড়া-মহল্লায় পাহারা চিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, ডানে- সাটুরিয়ায় বিএনপির শান্তি সমাবেশ 

চলমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছে প্রশাসন, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের-

ময়মনসিংহ
সর্বস্তরে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বিএনপি ও জামায়াজের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে হিন্দু কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বৃহস্পতিবারের এই মতবিনিময় সভায় সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাট বন্ধসহ স্ব স্ব স্থানে স্বাধীনভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস ও ব্যবসা বাণিজ্য পরিচালনায় সব দোকানপাট খোলার ব্যাপারে নিরাপত্তাসহ সব ব্যাপারে সহায়তা দিতে আশ্বস্ত করা হয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে। কোথাও চাঁদা দাবি, হুমকি কিংবা লুটতরাজসহ যে কোনো নৈরাজ্য ও অরাজকতা হলে দুষ্কৃতকারীদের আটক করে হাত পা বেঁধে বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের খবর দিতে বলা হয়। বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের এমন বক্তব্যে নতুন করে সাহস জুগিয়েছে বলে জানান ব্যবসায়ী ও হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় মহানগর বিএনপির  সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাত আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, শিব্বির আহমেদ ভুলু, একেএম মাহবুবুর রহমান ও রতন আকন্দ, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, জামায়াতের জেলা আমির আব্দুল করিম, সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াতের আমির কামরুল আহাসন ইমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, নায়েবে আমির কামরুল হাসান মিলনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হিন্দু কমিউনিটির মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, অ্যাডভোকেট প্রশান্ত দাস চন্দন, অ্যাডভোকেট রাখান চন্দ্র সরকার, অ্যাডভোকেট তপন দে ও  চেম্বার অব কমার্সের পরিচালক শংকর সাহা।
  
নরসিংদী 
চলমান আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

 নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে  এ সময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর নরসিংদীর কমান্ডিং অফিসার লে. কর্নেল ফাহিম মাহবুব, জেলা আনসার এডজুট্যান্ট জাহিদুল ইসলাম, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আবদুল বাছেত ভুইয়া, জামায়াতের জেলা আমির মোছলেহ উদ্দীন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। 

ব্রাহ্মণবাড়িয়া 
বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় উপস্থিত সমন্বয়করা বলেন, সাধারণ শিক্ষার্থীরা বই-খাতা নিয়ে ক্যাম্পাসে ফিরতে চাই। এখন দেশে একটা অরাজকতা পরিস্থিতি চলছে। এ জন্য শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা সাময়িক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের দায়িত্ব এবং বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করছে। লেজুড়বৃত্তিক রাজনীতির বিরোধিতা করে তারা বলেন, আমাদের ক্যাম্পাসে কোনো প্রকার রাজনৈতিক দলের আধিপত্য চাই না। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারার ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে চাই। 

সিরাজগঞ্জ  
সার্কিট হাউসে সাম্প্রতিক ঘটনাবলি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার রাজনৈতিক নেতাদের  সঙ্গে  প্রশাসনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, ১৪ দলের শরিক দল ছাড়াও বিএনপি, জামায়াত ও অন্য সব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলকুচি, সিরাজগঞ্জ
বেলকুচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন সিরাজাগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সুদীপ্ত। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক ম-ল, থানার ওসি আনিছুর রহমান, বিএনপি নেতা নুরুল ইসলাম গোলাম, বনি আমিন, অধ্যক্ষ আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক ম-ল, আলতাফ হোসেন প্রমুখ।

খাগড়াছড়ি 
বৃহস্পতিবার জেলা প্রশাসনের কার্যালয়ে  বিশেষ আইনশৃঙ্খলা সভায়  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো, আমান হাসান। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে  সভায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। এক্ষেত্রে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। অরাজকতা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

কুড়িগ্রাম 
সন্ত্রাসী কর্মকা-, লুটপাট ও সহিসংসতা বন্ধের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের সমন্বয়ক ও সহ সমন্বয়করা। এ সময় লিখিত বক্তব্যে কুড়িগ্রাম সরকারি কলেজের সমন্বয়কারী লাইলাতুল ইসলাম রুমানা জানান, দেশ গঠনের জন্য বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শ ও দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। কোথাও কোথাও চাঁদাবাজি করার চেষ্টা চালাচ্ছে। যাদের সঙ্গে আন্দোলনকারী কোনো ছাত্রের সংশ্লিষ্টা নেই।

পটুয়াখালী 
আওয়ায়ামী লীগ সরকারের পতনের পর বাউফলের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার। বৃহস্পতিবার বেলা ১১টায় তার বাস ভবনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেনে। সংবাদ সম্মেলনে সাবেক এই এমপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ আন্দোলন করতে গিয়ে শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ নিহত হয়েছেন।

তাদের সেই অর্জিত বিজয় ম্লান করতে দলের মধ্যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন স্থানে সহিংসতা চালাচ্ছে।  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপিত, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সেলিম। কাউন্সিলর মো. ইউনুস খান, নাজিরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, যুগ্ম  আহ্বায়ক সাইফুল ইসলাম  ঝুরন, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বজলুল হক খোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ।

সাটুরিয়া, মানিকগঞ্জ
সাটুরিয়া উপজেলায় বিএনপির এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাম-লীর সদস্য আফরোজা খান রিতা। এখন মারামারি-হানাহানি ভুলে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। দেশের সম্পদ সবাই মিলে রক্ষা করতে হবে এবং বিএনপিকে প্রমাণ করে দিতে হবে বিএনপি একটি শান্তিপ্রিয় দল। বিএনপি কোনো হিংসা ও ধ্বংসাত্মক রাজনীতি করে না।

আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, উপজেলা বিএনপি যুবদলের আহ্বায়ক আমীর হামজা।

লালমনিরহাট
জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় লাঠি হাতে লালমনিরহাটের বিভিন্ন এলাকা রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময়  বিভিন্ন পাড়ামহল্লায় হ্যান্ড মাইকে শান্তির বার্তা প্রচার করছেন তারা। মঙ্গলবার রাত থেকে শহরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, পৌরসভার থানা পাড়া, আদর্শপাড়া, স্টেডিয়ামপাড়ায় মাইকিং করে তাদের নিরাপত্তার কথা জানান বিএনপি নেতাকর্মীরা।
লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর আবদুল সালাম জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বেশি বসবাস এমন এলাকায় যেন কেউ হামলা করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীরা রাত জেগে পাহারায় রয়েছে, যারা হামলা করছে তারা বিএনপির কেউ না। তাদের প্রতিহত করতে আমরা সজাগ রয়েছি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ভিপি আনিস জানান, শান্তির বার্তা নিয়ে শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিএনপি নেতারা সরাসরি কথা বলছেন, তাদের সাহস দিচ্ছেন, ভয়ের কিছু নেই, কেউ কোনো রকম ভয় দেখালে, অন্যায় আবদার করলে, হুমকি দিলে ভীত না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

নেত্রকোনা
নেত্রকোনায় ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় পাহারা দিচ্ছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা। গত দুদিন ধরে তারা একেকটি এলাকার দায়িত্ব নিয়ে এভাবে পাহারা দিচ্ছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছেন।

পাশাপাশি তারা বিভিন্ন মন্দির-উপাসনালয় পরিদর্শন করে সংখালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়, স্বাচ্ছন্দে জীবনযাপন এবং ব্যবসায়ীদের নির্বিঘেœ দোকানপাট খোলা রাখার পরামর্শ দিচ্ছেন। তাদের এ উদ্যোগে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার জেলা সদরের অধিকাংশ দোকানপাট খুলতে দেখা গেছে।
জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্যসচিব ড. রফিকুল ইসলাম খান হিলালী, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু, কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, পৌর বিএনপির সভাপতি কামরুল হক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহমুদ চৌধুরীসহ অনেক নেতাকর্মীকে এ ধরনের উদ্যোগ নিতে দেখা গেছে। এর আগের দিন বুধবার ডাঃ আনোয়ারুল হক স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।
অন্যদিকে, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এইট-ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা সেনা ক্যাম্পের কর্মকর্তারা বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলা সদরের সাতপাই এলাকার ইনডোর স্টেডিয়ামে সেনা ক্যাম্পের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধিনায়ক লে. কর্নেল নূর-ই আহমেদ আল-শাফী। উপস্থিত ছিলেন মেজর জিসানুল হায়দার ও মেজর নাজমুজ সাকিব। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্যামলেন্দু পাল, ম.কিবরিয়া চৌধুরী হেলিম, এম ফখরুল হক, সঞ্জয় সরকার, পল্লব চক্রবর্তী, আলপনা বেগম, কামাল হোসাইন, ইউরো আনিস, হানিফ উল্লাহ আকাশ ও সোহান আহমেদ কাকন প্রমুখ।
   
মানিকগঞ্জ
আমরা ১৭ বছর কথা বলতে পারিনি, আমাদের সন্তানরাই এবার দেশের পরিবর্তন এনেছেন। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিলে আপনারা নিজ নিজ এলাকায় পাহারা   দেবেন, কোনো ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না। কোনো অপরাধ দেখলে ভিডিও করে রাখবেন। দলীয় কেউ হলে সাংগঠনিক ব্যবস্থা  নেওয়া হবে।

অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এ লক্ষ্যে বৃহস্পতিবার  জনমত গড়ে তোলা সকল প্রকার নৈরাজ্য, বিশৃঙ্খলা, লুটপাট, হামলা বন্ধসহ জননিরাপত্তা নিশ্চিত করার জন্যে জেলাব্যাপী ব্যাপক গণসংযোগ, বিভিন্ন মন্দির, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শনসহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন  জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজ খান রিতা। এ সময় উপস্থিত ছিলেন  জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পিরোজপুর 
ভা-ারিয়ায় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদ এবং হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে বিএনপি সংবাদ সম্মেলন করেছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে  সংবাদ সম্মেলনে বক্তব্য  দেন, উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আ. হাই হাওলাদার, সদস্য সচিব মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মিঠু, মনোয়ার হোসেন পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম মল্লিক, সদস্য সচিব মো. শামীম হাওলাদার, শ্রমিক দলের সভাপতি ঈমান আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর
ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে রংপুর প্রেস ক্লাবের সামনে  বৃহস্পতিবার ৮আগস্ট মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক রংপুর জেলা ও মহানগর কমিটির যৌথ আয়োজনে সুজন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে ও জেলা সহসাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীনের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী রাজেশ দে রাজু। বক্তব্য রাখেন সাবেক সচিব ও মহানগর সুজনের জেলা সদস্য সুশান্ত চন্দ্র খাঁ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুরের সদস্য সচিব রসিদুস সুলতান বাবলু, আইনজীবী শামিমা আক্তার শিরিন প্রমুখ। 

 নীলফামারী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাপ্ত হয়। বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হতে শুরু করে।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফের নেতৃত্বে যোগ দেন ওই দুই রাজনৈতিক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
ঝালকাঠি 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বেসামরিক প্রশাসন, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধী জনের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিক অফিসার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা আরসিবিএস, এনডিসি, পিডিসি, পিএসসি।

সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। সভায় বরিশালের কর্নেল আবু হায়দার মো. রাসেলুজ্জামান, কর্নেল তারেক মাহমুদ, সেনাবাহিনীর  লে. কর্নেল  মো. বাহালুল আলম, লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, মেজর মো. বদরুর রশিদ উপস্থিত ছিলেন

×