ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২২:২৭, ৭ আগস্ট ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার

সড়কের আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

দেশের চলমান পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েনসহ বাড়ানো হয়েছে টহল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দায়িত্বরত বিজিবির ৫৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান ও ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। জেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টেও বাড়ানো হয়েছে নজরদারি। 
 মঙ্গলবার ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্টে আটক করা হয় রাজশাহী সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হুদাকে। এর পর থেকে সতর্কাবস্থায় ইমিগ্রেশনসহ বিজিবি সদস্যরা। সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জাফর ইকবাল জানান, সরকারের পতনের দিনই তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের তরফ থেকে।

সেখানে বলা হয়, রাজনৈতিক নেতা বা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এনওসি (অনাপত্তিপত্র) ছাড়া ভারতে যেতে পারবেন না। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সর্বোচ্চ যাচাই-বাছাই করা হচ্ছে।

×