ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

শহর পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর 

প্রকাশিত: ১৮:০৪, ৭ আগস্ট ২০২৪

শহর পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা

শহর পরিষ্কার করছে শিক্ষার্থীরা

জামালপুর জেলা জুড়ে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। এমনিভাবে তারা শহরের যানজট নিরসনে দিচ্ছে ট্রাফিক সেবা। 

বুধবার শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিষ্কার করার মধ্য দিয়ে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। সেই সাথে তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার কার্যালয় হিসেবে ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা পদত্যাগের পর জেলা জুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সকল ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটের সকল ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জেলা শহরসহ সকল যানজট নিরসনের কাজ করছে। 

এদিকে গত দুইদিনে জেলা জুড়ে যে লুটপাট হয়েছে তা স্ব-স্ব জায়গায় বিকাল পাঁচটার মধ্যে ফেরত দেওয়ার হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় বকুলতলা মোড়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। এ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবি

×