ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

গাইবান্ধায় কোটা আন্দোলনে গ্রেপ্তার ১৪৩ জনের জামিন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা 

প্রকাশিত: ১৯:৫২, ৬ আগস্ট ২০২৪

গাইবান্ধায় কোটা আন্দোলনে গ্রেপ্তার ১৪৩ জনের জামিন

গাইবান্ধা জেলা কারাগার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গাইবান্ধায় গ্রেপ্তার ১৪৩ বিএনপি-জামায়াতসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৬ আগস্ট) গাইবান্ধা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন আদালত তাদের জামিন দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাড মঞ্জুরুল ইসলাম বাবু বলেন, ‘বিএনপি-জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীসহ ১৪৩ জনকে আদালত জামিন দিয়েছেন। বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও শিক্ষার্থীরা জামিন পাওয়ার খবরে গাইবান্ধা জেলা কারাগারের সামনে ভিড় করেছেন দলগুলোর নেতাকর্মী ও স্বজনরা।’

জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করে যারা অকারণে নির্যাতনের শিকার হয়েছেন, কারাবন্দি হয়েছেন- আজকে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করা হয়েছে। যারা নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও সংগ্রামী ছালাম জানাই। আমাদের বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে। এখন গণতন্ত্র পূণরুদ্ধার এবং মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করার লড়াই চালিয়ে যেতে হবে।’

 

 

এম হাসান

×