জুনাইদ আহমেদ পলক
নাটোরের সিংড়ায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে থাকা জিনিসপত্র জনতা নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। বেলা পৌনে ৫টার কিছু পরে সেখান থেকে বিক্ষুব্ধ জনতা জুনাইদ আহমেদ পলকের বাসভবনের দিকে এগিয়ে যায় এবং ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে শতাধিক বিক্ষুব্ধ জনতা। এছাড়াও সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাড়ি ও কার্যালয় ভাঙচুর করার খবর পাওয়া গেছে। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা।
এম হাসান