এমপি মাহবুবউল আলম হানিফের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।
রবিবার (৪ আগস্ট) সন্ধ্যার একটু আগে শহরের পিটিআই রোডের বাড়িতে এ ঘটনা ঘটেছে। তবে, মাহবুবউল আলম হানিফ সে সময় বাসায় ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী জানান, হালকা ভাঙচুর হয়েছে, ইটপাটকেল মেরেছে। পরে পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে তার বাসা, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাও পিটিআই রোডের এই বাসায় থাকেন। হামলার সময় তিনিও বাসায় ছিলেন না বলে জানা গেছে। তিনিও ঢাকায় অবস্থান করছেন বলে তার ঘনিষ্ঠজন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম জানিয়েছেন।
বারাত