ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সোনালি আঁশের অধিক ফলন ও দামে খুশি চাষি

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর, পাবনা

প্রকাশিত: ২০:৫৭, ৪ আগস্ট ২০২৪

সোনালি আঁশের অধিক ফলন ও  দামে খুশি চাষি

.

পাবনার চাটমোহরে সোনালি আঁশ পাট চাষে কৃষকের সুদিন ফিরেছেশস্য ভান্ডার খ্যাত চলনবিলে চলতি পাট মৌসুমে বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণিরাঅন্য বছরের তুলনায় এবার পাটের ভালো ফলন ও দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে

চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্ষার পানি ও ভারি বৃষ্টি হওয়ায় বিভিন্ন জলাশয়ে পানি জমেসেই পানিতেই এখন চাষিরা পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় পাট জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ এখন ব্যস্ত সময় পার করছেনআবার কোথাও কোথাও দেখা গেছে নারী-পুরুষের অংশগ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করতে

চাটমোহর কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় গতবছরের চেয়ে এবার ৫০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছেচলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৮২০ হেক্টরউপজেলায় ৮ হাজার ৮৭০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে

উপজেলার হান্ডিয়াল পাকপাড়া গ্রামের পাট চাষি নাজমুল হোসেন বলেন, তিনি এ বছর পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেনএক বিঘা জমিতে পাট চাষে প্রায় ৭-৮ হাজার টাকা খরচ হয়পাট উপাদন হয় প্রায় ৮-১০ মণযার বাজারদর প্রায় ২৮ হাজার টাকাএছাড়া বিঘাপ্রতি প্রায় ২ হাজার টাকার পাটকাঠি পাওয়া যায়গতবছর ভরা মৌসুমে প্রতিমণ পাট ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এ বছর বিক্রি হচ্ছে ৩০০০-৩২০০ টাকাক্রমশই দাম বাড়ছে

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, পাট চাষিদের সুদিন ফিরেছেপাটের দাম বেড়ে যাওয়ায় এবার পাট চাষে ঝুঁকেছে কৃষকপাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেনএ বছর উপজেলায় ২ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে

×