ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টঙ্গীতে আওয়ামী লীগের অবস্থান

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ১৪:২৬, ৪ আগস্ট ২০২৪

টঙ্গীতে আওয়ামী লীগের অবস্থান

জয় বাংলা মিছিল স্লোগানে মুখর টঙ্গী এলাকা। ছবি: জনকণ্ঠ

বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের এক দফার অসহযোগ আন্দোলন চলাকালে সারাদেশ যখন আন্দোলনে উত্তাল তখন টঙ্গী রয়েছে আওয়ামী লীগের দখলে। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে টঙ্গীর রাজপথ জয় বাংলার মিছিল স্লোগানে রয়েছে মুখর।

মিছিলকারীরা শ্লোগানে বলছেন, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হৈ হৈ রই রই জামাত শিবির গেলো কই! টঙ্গী চেরাগআলী এলাকার আশপাশে মিটিং মিছিলের এই উত্তালে যোগ দিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, স্বেচ্ছাসেবকলীগের পশ্চিম থানা সভাপতি মামুন মোল্লা, ওয়ার্ড সচিব হারু অর রশিদ ও আক্তার সরকার রাজপথে মিছিল শেষে বক্তব্য দেন।

অপরদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাবেক মন্ত্রী ও স্হানীয় এমপি জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামী সহসভাপতি মতিউর রহমান মতির নেতৃত্বে দখলে রয়েছে টঙ্গীর রাজপথ। 

টঙ্গীতে সহিংসতা কোন ঘটনা ঘটেনি।

 এসআর

×