ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

দেশব্যাপী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি, বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুর

৯ দফা থেকে এখন এক দফা দাবি ঘোষণা

স্টাফ রিপোর্টার/ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৫, ৪ আগস্ট ২০২৪

৯ দফা থেকে এখন এক দফা দাবি ঘোষণা

দেশব্যাপী শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে

দেশব্যাপী শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ কর্মসূচি পালনে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। এদিকে এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি ঘোষণা করেছেন।
এর আগে ‘সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের অভিযোগ করে এর প্রতিবাদে ৯ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এদিন বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।
শনিবার ঢাকার বিভিন্ন মোড় ও রাস্তায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলেও সবচেয়ে বড় কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই উপস্থিত জনতার সামনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এক দফা দাবি তুলে ধরেন। ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী, অভিভাবক ও আন্দোলনকারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়। শিক্ষার্থীদের সঙ্গে গণমিছিলে যোগ দেন দেশের বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন জেলায় আওয়াম লীগের অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়, পুলিশ বক্স ভাঙচুর এবং গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার বেলা আড়াইটার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশপাশের এলাকায় পা ফেলার জায়গা ছিল না। শহীদ মিনার এলাকা ছাড়িয়ে ঢাকা মেডিক্যালের সামনের রাস্তা, টিএসসি চত্বর, দোয়েল চত্বর, জগন্নাথ হলের সামনের রাস্তা মানুষে ভরে যায়।
এ ছাড়া আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর-১০ নম্বর এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আফতাবনগরে জড়ো হন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা রামপুরা সড়কে অবস্থান নেয়। বিক্ষোভ কর্মসূচিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউআইটিএস ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন। এ ছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়েছেন।
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে আসেন। তাঁরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীদের বেশির ভাগেরই গলায় পরিচয়পত্র ঝোলানো ছিল। আন্দোলনকারীরা সেখানে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা ছিল। কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা।তাদের বিক্ষোভের কারণে মিরপুর ১০ নম্বর থেকে পল্লবী, আগারগাঁও, মিরপুর ১ নম্বর ও ১৪ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। বেলা আড়াইটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হন। বেলা ৩টার দিকে সায়েন্স ল্যাব থেকে কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় উপস্থিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ব্যান্ড সংগীতশিল্পীরা শনিবার বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে জড়ো হন। সেখান থেকে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সংগীতশিল্পীরা শহীদ মিনারে রওনা দেন। মিছিল নিয়ে বিকেল পৌনে চারটার দিকে তারা শহীদ মিনার এলাকায় পৌঁছান। বিকেলে হাজারো মানুষের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।
এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী আবিরুল ইসলাম বলেন, আমরা এই সরকারের অধীনে শিক্ষার্থী হত্যার বিচার পাব না। সেজন্য আমরা এই সরকারের পদত্যাগ চাই। বর্তমানে আমাদের একটাই দাবি। কবি নজরুল কলেজের শিক্ষার্থী রাকিব হাসান দৈনিক জনকণ্ঠকে বলেন, সকল আন্দোলনে তরুণ সমাজই সবার আগে এগিয়ে এসেছে। যৌক্তিক দাবি আদায়ে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। আমরা ভাই হত্যার বিচার চাই।
সরকার বিরোধী স্লোগানের সঙ্গে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানান তারা। সরেজমিন দেখা যায়, দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে আড়ং এর সামনে এবং ধানমন্ডি রোডে গ্রাফিতি আঁকছেন তারা। এর আগে দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে। অন্যদিকে নিউমার্কেটের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। 
শহীদ মিনারে উপস্থিত আন্দোলনকারীদের ডেকে ফ্রিতে পানি, পেয়ারা ও আমড়া বিতরণ করে কেউ কেউ।রাজধানীর প্রগতি সরণি, বসুন্ধরা গেটের সামনে মূল সড়কেও অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই দলে দলে শিক্ষার্থীরা রাজধানীর প্রগতি সরণি এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দুপুর ১টার দিকে হঠাৎ তারা প্রধান সড়কে নেমে আসেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যান চলাচল।তারা সড়ক বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকেল পৌনে ৫টা পর্যন্ত তারা সড়ক বন্ধ রেখে কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজার মোড় পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কুড়িল বিশ্বরোডের দিক থেকে কোনো যানবাহন নর্দা ও নতুন বাজারের দিকে যেতে পারছিল না, আবার নতুন বাজারের দিক থেকেও কোনো যানবাহন কুড়িলের দিকে যেতে পারছিল না। পরে তারা বিকেল পৌনে ৫টার দিকে সড়ক ছেড়ে দিলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।
সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে বসুন্ধরা গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নর্দান, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল, স্টেট, গ্রিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, মানারাত ইন্টারন্যাশনাল ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ছাত্ররা।
এদিকে রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।
সরকারের পদত্যাগের এক দফা দাবি ॥ শহীদ মিনারের বিক্ষোভ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেআন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা আর তাদের কাছে কী বিচার চাইব? তারাই তো খুনি। আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আপনাদের আন্দোলনের কারণে আমরা ছাড়া পেয়েছি। আজকেও গুলি চলেছে। এই পরিস্থিতিতে এক দফা ঘোষণা করছি। শেখ হাসিনা বলেছেন, আলোচনার দরজা খোলা রয়েছে। তিনি আগেই বুঝেছেন, দরজা খোলা রাখার সময় হয়েছে। আমরা আসছি। এই যে খুন-হত্যা হয়েছে, এজন্য তাকে পদত্যাগ করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নন, সব মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট-দুর্নীতির বিচার। আমরা জেলের তালা ভেঙে আমাদের ভাইদের আনব। যে অভ্যুত্থান শুরু হয়েছে এতে সব জনতা যোগ দিন। আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্মিলিত মোর্চা গঠন করব। আমরা আমাদের দেশের রূপরেখা ঘোষণা করব। আগামীকাল থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন হবে।
এই সমন্বয়ক বলেন, যদি ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি হয় আমরা মেনে নেব না। এখন ছাত্র-জনতার এগিয়ে আসতে হবে। আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন পালন করবেন। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, এটা জনগণ মানবে না। আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিরোধ হবে। আমরা সব গণহত্যার বিচার করব বাংলার মাটিতে।বাংলাদেশের জনগণ অসহযোগের নেতৃত্ব দেবে জানিয়ে তিনি দেশের সর্বস্তরের মানুষকে ছাত্রদের ঘোষিত অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।
আন্দোলন প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘খুনি সরকারের সঙ্গে কোনোপ্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। গুলি আর সন্ত্রাসের সঙ্গে কোনো সংলাপ হয় না।’
বরিশাল ॥ নগরীর চৌমাথা এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে পুলিশের একটি ভ্যান উল্টে ফেলে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসময় সেখানে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা সুলতান মৃধা পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ছাত্র হত্যার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন ৩৫ শিক্ষক। তবে দুজন শিক্ষক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করে একাত্মতা প্রকাশ করলেও পরে তারা সরে যান।
এদিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহতের জন্য শনিবার দিনভর ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় অবস্থান করে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
রাজশাহী ॥ সকাল থেকে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন এলাকার সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। তারা ট্রাফিক পুলিশ বক্স ও ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর করাসহ সংবাদকর্মীদেরও লাঞ্ছিত করে। সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে জড়ো হয়। পরে তারা রুয়েটের সামনের সড়ক অবরোধ করে। একই সময়ে নগরীর নর্দান মোড় থেকে আন্দোলনকারীদের আরও একটি মিছিল এসে সড়ক অবরোধকারীদের সঙ্গে যোগ দেয়। 
এ সময় বিক্ষোভ কর্মসূচি চলাকালে রাজশাহী মহানগর পুলিশের এক গোয়েন্দা সদস্যকে (সিটিএসবি) পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি তিনজন সংবাদকর্মীকেও লাঞ্ছিত করা হয়। আন্দোলনকারীদের অনেকে সকাল থেকে কর্তব্যরত পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মারমুখী আচরণ করে। তাদের অনেককে মুখে মাস্ক পরে থাকতে দেখা যায়।
নগরীর মতিহার থানার ওসি শেখ মোবারক পারভেজ জানান, আন্দোলনকারীরা সকাল থেকে বিক্ষোভ করলেও পরিস্থিতি এখনো পুলিশের নিয়ন্ত্রণে আছে। তালাইমারীতে অবরোধ করলেও বিভিন্ন যানবাহন পাশের বিকল্প সড়ক ব্যবহার করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েটসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ জনগণের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করলে পুলিশ তা প্রতিরোধ করবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংবাদদাতা জানান, বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের তোপের মুখে এক গোয়েন্দা পুলিশ সদস্য আহত হন। শনিবার নগরীর তালাইমারী মোড় থেকে শুরু হওয়া মিছিলে রাবির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মোড়ে থাকা পুলিশবক্সে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীদের একটি অংশ।
নোয়াখালী ॥ কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার বিকেলে এই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের সমর্থকরা জেলা শহর মাইজদী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিলে তারা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আন্দোলনকারী ও তাদের সমর্থকরা বিকেল ৪টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে অবস্থান নেয়। পরবর্তীতে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কার্যালয়ে থাকা আসবাবপত্রে অগ্নিসংযোগ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা সেখানে কোনো বাধা ছাড়া ঘণ্টাব্যাপী অবস্থান করে তা-ব চালায়। দলীয় একাধিক নেতাকর্মী জানায় হামলার সময় সেখানে কোনো দলীয় নেতাকর্মী ছিল না। আন্দোনকারীরা চলে গেলে পরে দলীয় কিছু নেতাকর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।    
দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বলেন, এ হামলায় কোটা আন্দোলনকারীরা নয়, দুষ্কৃতকারী ও দুর্বৃত্তরা জড়িত ছিল। এরা এখন ছাত্র আন্দোলন নয়, আছে জ্বালানি পোড়ানো নিয়ে।  
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে চলমান শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে হামলা, মামলা, হত্যার বিচারসহ ৯ দফা দাবি বাস্তবায়নে নোয়াখালীতে ছাত্র, শিক্ষক-জনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অবস্থান কর্মসূচি পালন করেছে করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
কুমিল্লা ॥ নগরীতে কুমিল্লা সরকারি কলেজের সৌরভ নামে এক শিক্ষার্থীসহ দুজন নিহতের গুজব ছিল দিনভর। কয়েকটি ফেসবুক পেইজ ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব নগর ছাড়িয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এতে শেয়ার করেন অসংখ্য গুজব সৃষ্টিকারী। তবে জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তারসহ সরকারের কোনো সূত্র থেকে এমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তারা পরিস্থিতিকে অশান্ত করতে একটি মহল এমন গুজব ছড়াচ্ছে বলে দাবি করেন। এদিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়, সার্কিট হাউস মোড় ও পুলিশ লাইন এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পুলিশ লাইন এলাকায় সংঘর্ষের কবলে পড়ে দেড় শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইনে আশ্রয় নিলে পুলিশ সুপারের নির্দেশ-তত্ত্বাবধানে আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেয় পুলিশ। এদিকে জেলা শহরের বাইরে চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) একটি সরকারি গাড়ি আন্দোলনকারীরা ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয়। 
ব্রাহ্মণবাড়িয়া ॥ কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচার ও শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য সুফি আহমদ শাহ মুর্শেদ।
ফরিদপুর ॥ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই সাংবাদিক, আন্দোলনকারী ও পুলিশসহ ১০ জন আহত হন। শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষে শহরের ভাঙা রাস্তার মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিলে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে যাওয়া চেষ্টা করে। এ সময় মিছিলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়। পুলিশ প্রথমে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করে। পরে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল মারতে শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ইটপাটকেল মারতে শুরু করে। ঘটনার ছবি তুলতে গিয়ে গণমাধ্যমকর্মী শ্রাবণ হাসান ও জাকিব আহমেদ আহত হন। সংঘর্ষে ডলি আক্তার (২৫) নামে ডিবি পুলিশের এক মহিলা সদস্যও আহত হন।   
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ॥ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। শনিবার দুপুর ১টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বেলা ২ টায় তাদের অবরোধ কর্মসূচি শেষ হয়। 
নারায়ণগঞ্জ ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে শনিবার বেলা সাড়ে ১১টা থেকেই নগরীর দুই নাম্বার গেট থেকে চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়স্তম্ভের সামনে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চাষাঢ়া বিজয়স্তম্ভের চারপাশের রাস্তা দখল করে বিক্ষোভ প্রদশন করায় নগরের দুই নং রেলগেট থেকে চাষাঢ়া এবং খানপুর থেকে চাষাঢ়া পর্যন্ত রোডগুলোতে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারণে ভোগান্তিতে পড়েন জরুরি কাজে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ ও যাত্রীরা। দিনভর ঝিরিঝিরি বৃষ্টি অপেক্ষা করে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূরে অবস্থান করছিলেন।
সাতক্ষীরা ॥ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া ৬ এইচএসসি পরীক্ষার্থী জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্ত হয়েছে। শুক্রবার রাতে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। এর আগে শুক্রবার সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালাহ উদ্দীন আহমেদ তাদের জামিন মঞ্জুর করেন।
চাঁদপুর ॥ বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও আব্দুল করিম পাটওয়ারী সড়ক হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এদিকে কর্মসূচি পালনে জেলার হাজীগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সেখানেও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দাস, হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ ও হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন শিক্ষার্থীদের বুঝিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য নিরাপত্তা দেন এবং সহযোগিতা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত বলেন, শিক্ষার্থীদের কর্মসূচিতে আমাদের সহায়তা ছিল। যে কারণে তারা শহরে শান্তিপূর্ণ কমূসচি পালন করতে পেরেছে। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নওগাঁ ॥ বৈষম্যবিরোধী কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক, পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সরিষাহাটির মোড় আওয়ামী লীগের পার্টি অফিস এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। সেখানে মিছিলটি আওয়ামী লীগের পার্টি অফিসের কাছে পৌঁছলে মিছিল থেকে দুষ্কৃতকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইট ছুঁড়ে। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারী এবং আওয়ামী লীগের পার্টি অফিস থেকে উভয়ের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে সে সময় পার্টি অফিসের ভেতরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, মিছিলের শুরু থেকে পুলিশ সহনশীল আচরণ করেছে। শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছিল পুলিশ।
পটুয়াখালী ॥ পটুয়াখালীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে আধঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় তারা প্রতীকী গায়েবানা জানাজা পড়েন। 
ঝিনাইদহ ॥ ঝিনাইদহে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। সকালে শহরের আরাপপুর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রেরণা একাত্তর চত্বর ঘুরে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। 
নরসিংদী ॥ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শিক্ষাচত্বর এলাকার পৌর পার্কের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদী জেলা সমন্বয়কদের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের কর্মসূচি ঘোষণা করেন। এগুলো হলো সপ্তাহের প্রতি রবিবার একদিনের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, অনির্দিষ্টকালের জন্য নরসিংদী জেলার সকল টেক্সটাইল মিল বন্ধ রাখা, নরসিংদীর বড় বাজার, বাবুরহাট বাজার বন্ধ থাকবে, শুধু ছোট ছোট মুদির দোকানগুলো সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে। 
সিরাজগঞ্জ ॥ ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বাজার স্টেশন চত্বরে শনিবার বিকেলে সড়কে নামে কয়েক হাজার শিক্ষার্থী। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। পরে শিক্ষার্থীরা মিছিল আকারে শহরের মুজিব সড়ক হয়ে  বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। 
শরীয়তপুর ॥ জেলার জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস ও সম্মুখ রাস্তায় তারা এ কর্মসূচি পালন করে। এসময় কয়েকশ’ শিক্ষর্থী মুখে লাল কাপড় বেঁধে ও বিভিন্ন স্লোগান লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। 
রাঙ্গামাটি ॥  চলমান কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার প্রতিবাদ সমাবেশ করেছে। শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এটি আসামবস্তি-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে। পরে কিছুক্ষণ সড়কের উপর বসে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা।
জামালপুর ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের টিয়ারশেল ও গুলিবর্ষণে ১০ জন শিক্ষার্থীসহ পথচারী আহত হওয়ার ঘটনা ঘটে। শনিবার বেলা ১১টা-২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা খান জানান, শিক্ষার্থীদের আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বললেও তারা আমাদের কথা শোনেননি। একপর্যায়ে আন্দোলনত শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে টিয়ারশেল ও ফাঁকাগুলি বর্ষণ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। 
নীলফামারী ॥ বৈষম্যমূলক কোটা সংস্কারে ছাত্র আন্দোলনের সময়ে নীলফামারীর সৈয়দপুরে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র অবশেষে ১৬ দিন পর উদ্ধার হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে ছিনতাই হয়ে যাওয়া পুলিশের পিস্তল, ৭.৬২ এমএম ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি শুক্রবার রাতে সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিম পাড়ার এক ব্যক্তির পরিত্যক্ত পাকা বাড়ির ঝোপের মধ্য থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৮ জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে অবস্থান নেয়। এরপর তারা রেললাইনে বেরিকেড দিলে শহরে সকল যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীদের হামলায় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং সৈয়দপুর থানা পুলিশের এএসআই রেজাউল হকের ওপরে এলোপাতাড়ি মারপিট জখম করে তার কাছ থেকে ৭.৬২ এমএম ম্যাগাজিনসহ পিস্তল, ছয় রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়।

×