ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টঙ্গীবাড়িতে সরকারি সড়কে স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ২২:৪১, ৩ আগস্ট ২০২৪

টঙ্গীবাড়িতে সরকারি সড়কে স্থাপনা নির্মাণ

সরকারি সড়ক দখল করে পাকা ভবন নির্মাণের কাজ চলছে

টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল গ্রামে সরকারি সড়ক দখল করে পাকা ভবন নির্মাণের কাজ চলছে। এ ছাড়া ওই সড়কের কিছু অংশ দখল করে দোকানঘর ও টিনের বেড়া তৈরি করে রেখেছে বাবা ও ছেলে। উপজেলার বেশনাল গ্রামের হানিফ মাদবর ও তার ছেলে গাফফার মাদবর মিলে সরকারি সড়ক দখল করায় ওই এলাকার মানুষের মনে ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মুক্তারপুর-দীঘিরপাড় সংযোগ সড়কের বেশনাল এলাকায় মূল সড়কের পাশে সরকারি রাস্তার অংশ দখল করে একটি দোকানঘর তোলা হয়েছে।

ওই মূল সড়ক হতে বেশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের অংশ দখল করে একটি পাকা টয়লেটের নির্মাণকাজ চলছে। স্থানীয়রা বলেন, বেশনাল গ্রামের হানিফ মাদবর ও তার ছেলে গাফফার মাদবর মিলে এই টয়লেট নির্মাণ করছেন। এর আগে তারা একই সড়কের সরকারি জমির অংশ দখল করে দোকানঘর ও টিনের বেড়া নির্মাণ করে রেখেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই  সড়কের পশ্চিম পাশে টিনের বেড়া দিয়ে ইতোমধ্যে একটি দোকান নির্মাণ করা হয়েছে। ওই সড়কের দক্ষিণ পাশে একটি পাকা গোসলখানা ও টয়লেট নির্মাণের কাজ চলছে।

ইতোমধ্যে ইটের গাঁথুনি ও ছাদ ঢালাই শেষে প্লাস্টারের কাজ চলছে। স্থানীয় মানিক মিয়া বলেন, কামারখাড়া ও বেশনাল এলাকার হাজারো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু হানিফ মাদবর ও তার ছেলে গাফফার গায়ের জোরে সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন। স্থানীয় শাহজাহান মোল্লা বলেন, সরকারি রাস্তা দখল করে আগে তারা দোকানঘর নির্মাণ করেন। এখন টয়লেট তুলছেন।
খলিলুর রহমান বলেন, ২০ দিন আগেও আমরা চারজন আমিন এনে মেপেছি। দেখেছি হানিফ মাতবর ও তার ছেলে গাফফার সড়কের জমি দখল করে টয়লেট তুলছেন। আমরা নিষেধ করা সত্ত্বেও তারা শুনছেন না। 
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস বলেন, আমি পরে জেনেছি। অভিযুক্ত হানিফ মাদবর সরকারি রাস্তা দখল করার বিষয়টি স্বীকার করে বলেন, সরকারের যখন প্রয়োজন হবে আমি ছেড়ে  দেব। আপনি তো টয়লেট ও গোসলখানার পাকা ভবন নির্মাণ করছেন, সরকারের প্রয়োজনে কীভাবে ছেড়ে দেবেন জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি।

×