ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে ভারী বর্ষণে ডুবে গেছে ৫ শতাধিক পরিবারের বাড়িঘর 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি 

প্রকাশিত: ২১:১৬, ২ আগস্ট ২০২৪

খাগড়াছড়িতে ভারী বর্ষণে ডুবে গেছে ৫ শতাধিক পরিবারের বাড়িঘর 

পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে গত দুইদিনের ভারী বর্ষণে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় ৫ শতাধিক পরিবারে বাড়িঘর পানিতে ডুবে গেছে। 

শুক্রবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়া, শব্দমিয়া পাড়া, শান্তি নগর, পুরাতন জীপ স্টেশন এলাকা ও দীঘিনালা মেরুং এলাকার বেশ কটি গ্রাম পানিতে ডুবে গেছে। 

পৌর শহরের সবজি বাজার ও সড়কটি এখন পানির নিচে। ডুবে যাওয়া গ্রাম গুলোর লোকজন হঠাৎ করে পানি উঠায় চরম দূর ভুগে পরেছে। এসব লোক আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিতে শুরু করেছে।  

জেলা প্রশাসন হতে জানা যায়, প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্গত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেকোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে প্রসাশন

এসআর

×