ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জামায়াত-শিবির প্রতিরোধ করা হবে ॥ লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২২:৪২, ১ আগস্ট ২০২৪

জামায়াত-শিবির প্রতিরোধ করা হবে ॥ লিটন

১৫ আগস্ট স্মরণে রাজশাহীতে আওয়ামী লীগের শোক র‌্যালি

শোকাবহ আগস্ট স্মরণে রাজশাহীতে বিশাল শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী নগর আওয়ামী লীগ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কুমারপাড়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিম-রীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 
খায়রুজ্জামান লিটন বলেন, ১৯৭১ সালে তাদের পরাজয়ের পর থেকেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি ছিল। জাতির পিতা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম মৃত্যুর পর খুনি চক্রের মূলহোতা জিয়াউর রহমান, তার সঙ্গে  খোন্দকার মোশতাক গং আবারও ধর্মভিত্তিক রাজনীতি চালু করে। গোলাম আযমকে দেশে ফেরত আনে, জামায়াতে ইসলামীকে রাজনীতি করার অনুমতি দেয়, তারাই পথটি সুগম করে দেয়। 
দীর্ঘদিন পরও জামায়াত-শিবির তাদের অতীতের বিভিৎসতা, সহিংসতা, পশ্চাৎমুখিতা থেকে তারা সরে আসেনি। তারা হত্যা, খুন, জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে। সাম্প্রতিককালে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তারা আবারও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, পরিকল্পিতভাবে আমাদের গর্বের ও অহংকারের স্থাপনাসমূহ ভাঙচুর ও আগুনে পুড়িয়েছে।

সেই অপশক্তিকে আমরা এবারও পরাজিত করতে পেরেছি শোক র‌্যালিতে আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমনসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×