পানির অভাবে আমন চাষ ব্যাহত
দিনাজপুরের বিরামপুরে পানির অভাবে আমন চাষ ব্যাহত হচ্ছে। সেচ দিয়ে চাষ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। আমন চাষ বৃষ্টি নির্ভর হওয়ায় বৃষ্টির অপেক্ষায় ছিলেন কৃষকরা। জমিতে পানি নেই। বিলম্বে বিকল্প ব্যবস্থায় অগভীর নলকূপের (শ্যালো মেশিন) সেচ দিয়ে আমন চাষ করছেন কিছু কিছু চাষি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রভাব পড়েছে আমন মৌসুমের প্রান্তিক চাষিদের উপর। ফলে দেনার উপর দেনা কাঁধে নিয়ে কষ্টের শেষ সীমা অতিক্রম করছেন চাষিরা।
উপজেলা কৃষি বিভাগ এবার বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে। সেই মোতাবেক কৃষকরা চাহিদা মাফিক বীজতলা তৈরি করে চারা বড় করেছেন। অন্যান্য বছর এই এলাকার কৃষকরা শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে পুরোদমে আমন রোপন করে থাকেন। কিন্তু এবার শ্রাবণ মাসে বৃষ্টি না হওয়ায় পানির অভাবে আমন রোপন করতে পারছেন না। ইতোপূর্বের বৃষ্টিতে নিচু শ্রেণির জমিতে জমে থাকা পানিতে অল্প পরিসরে কিছু চারা রোপন করেছেন। তবে উঁচু ও মধ্যম শ্রেণির জমি শুকিয়ে যাওয়ায় থমকে গেছে আমন রোপনের কাজ।
রতনপুর এলাকার কৃষক হুরমুজ আলী জানান, ঐ এলাকার নিচু জমিতে কৃষকরা আমন রোপন করতে পারলেও এখন পানির অভাবে উঁচু ও মধ্যম শ্রেণির জমিতে চারা রোপন করতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ কমল রায় জানান, এ পর্যন্ত প্রায় ২৫ ভাগ জমিতে আমন চারা রোপনের পর পানির অভাবে রোপন কাজ ব্যাহত হচ্ছে। সেচ যন্ত্র চালু করে জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও সেচ পাম্প মালিকদের তাগাদা দেওয়া হয়েছে।
এবি