ছিনতাইকারীর কবল থেকে উদ্ধার করা স্বর্ণালঙ্কার
স্বর্ণ পাচারের সময় ছিনতাইকারীর কবলে পড়ে মিঠুন নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। পুলিশ ১৮১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার ও স্বর্ণের মূল মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের কেসি কলেজের গলিতে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টন নিয়ে দোকানে ফিরছিল।
সে কেসি কলেজ গলিতে পৌঁছালে ৬ ছিনতাইকারী মিঠুনকে পিটিয়ে আহত করে ওই কার্টন ছিনতাইয়ের চেষ্টা করে। সে সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সদর থানার এএসআই সালাহ উদ্দিন। তার হস্তক্ষেপে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, দুটি ঘটনা ঘটেছে। একটি ছিনতাইয়ের আর অন্যটি সোনা পাচার। স্বর্ণালঙ্কার জব্দ করেছি এবং এর মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।