ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফেনসিডিলসহ গ্রেপ্তার পুলিশের কথিত সোর্স

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ১৯:১৫, ৩০ জুলাই ২০২৪

ফেনসিডিলসহ গ্রেপ্তার পুলিশের কথিত সোর্স

গোবিন্দগঞ্জ থানা

গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ আব্দুল কাদের (৫৭) নামের কথিত এক পুলিশের সোর্সকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৩০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পৌর এলাকার বোয়ালিয়াশিববাড়ীর মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেপ্তার করে। 

আব্দুল কাদের গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়াশিববাড়ী মহল্লার মৃত আব্দুল আজিজের পুত্র।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাদের নিজেকে থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে  মাদক ব্যবসা চালিয়ে আসছিল।  গোপন সংবাদের ভিত্তিতে  গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপ-পরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য কর্মকর্তা ও সিপাহীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে। 

অভিযানকারীদল  কাদেরের বাড়ি ঘেরাও করে তল্লাশি করে তার শয়ন ঘরের খাটের নিচে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক রাখার দায়ে তাকে আটক করে থানায় আনা হয়। এ ব্যাপারে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায়  মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেপ্তার হওয়া আব্দুল কাদেরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের  হয়েছে। আব্দুল কাদের নামে পুলিশের কোন সোর্স নেই। কাদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। 

 

এসআর

×