ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

ময়মনসিংহে শেরপুকুর দখলমুুক্ত করে খনন কাজ শুরু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ২২:৩০, ১৫ জুলাই ২০২৪

ময়মনসিংহে শেরপুকুর দখলমুুক্ত করে খনন কাজ শুরু

নগরীর আমলাপাড়া এলাকায় ঐতিহ্যবাহী শেরপুকুর দখলমুক্ত করে খনন কাজ শুরু করা হয়

ময়মনসিংহ নগরীর আমলাপাড়া এলাকায় স্থানীয় প্রশাসন সোমবার দুপুরে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভরাট ও বেদখল হওয়া ঐতিহ্যবাহী ‘শেরপুকুর’ দখলমুক্ত করে খননের কাজ শুরু করেছে। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সোমবারের এই অভিযানে উপস্থিত থেকে শেরপুকুর দখলমুক্ত ও খননের কাজ শুরু করেন। তবে এ সময় স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের পাশে জবরদখলকারী রেজাউলকে উপস্থিত থাকতে দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। জবরদখলকারীকে সঙ্গে নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সোমবারের এই উচ্ছেদ অভিযানের সময় জবরদখলকারী রেজাউলের সরব উপস্থিতি নিয়েও গুঞ্জন উঠেছে। আলোচিত শেরপুকুর ফের রেজাউল লিজ পাচ্ছেন এমন গুঞ্জনও উঠেছে। স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চন্নু স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা উদ্ধার করা শেরপুকুরকে সরকারি তত্ত্বাবধানে আগের চেহারায় দেখতে চাই।
অভিযোগ সরকারের ১ নম্বর খাস খতিয়ানে থাকা প্রায় অর্ধশত কোটি টাকা মূল্যের ২৫ শতাংশের এই পুকুরটি লিজ নিয়ে পরে ভরাট করে জবরদখল করে রেখেছিলেন স্থানীয় ধনকুবের ব্যবসায়ী রেজাউল। পরে রেজাউল ভরাট করে শেরপুকুরের চিহ্ন মুছে ফেলে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করে নিজের দখল পাকাপোক্ত করে রেখেছিলেন। ময়মনসিংহের ঐতিহ্যবাহী এই শেরপুকুর দখলমুক্ত করে আগের চেহারায় ফিরিয়ে আনার দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগসহ নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও সমাবেশ করে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল। লিজের শর্ত ভঙ্গ করে শ্রেণি পরিবর্তন করায় জেলা প্রশাসন প্রথমে রেজাউলের লিজ বাতিল করে সেখানে সরকারি সম্পত্তির সাইন বোর্ড ঝুলিয়ে দেয়। বেদখল হওয়া সরকারি জমি চিহ্নিত ও উদ্ধারের চলমান অভিযানের ধারাবাহিকতায় শেরপুকুরকে দখলমুক্ত করে খনন কাজ শুরু করা হয়।

×