ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

রামুতে ভাঙনের কবলে সেতু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২২:২৬, ১৩ জুলাই ২০২৪

রামুতে ভাঙনের কবলে সেতু

রামুতে ভাঙনের কবলে পড়েছে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু

রামুতে ভাঙনের কবলে পড়েছে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে সেতুটি।
জানা গেছে, রাজারকুল-মনিরঝিল দু’গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র সেতু এটি। দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 
স্থানীয় বাসিন্দারা বলেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেতুটি সংস্কারের উদ্যোগ না নিলে চরম বিপর্যয়ে পড়তে পারে দুই গ্রামের হাজার হাজার মানুষ। সেতুটি নির্মাণ হয়েছে খুব বেশি দিন হয়নি। নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুটি ভাঙনের কবলে পড়ল।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, সেতু ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। জরুরি ভিত্তিতে সেতু সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ব্রিজ পরিদর্শন করেছেন রামু উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা প্রকৌশলী (এলজিডি) মনজুর হাসান ভুঁইয়া, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলমসহ সংশ্লিষ্টরা।

×