ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২২:২৯, ১১ জুলাই ২০২৪

ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪ জনের প্রাণহানি

হাসপাতালে স্বজনদের আহাজারি।

বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার শেরুয়াবটতলা এলাকায়  ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। 

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন- আরিফুল ইসলাম(৩২) তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও তাদের শিশু সন্তান সাওয়াম (৪)। অপর আরেকজন হলেন অটোরিকশা চালক আব্দুল কাদের (৩০)।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাত পৌনে ৮ টার দিকে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে শেরপুরের দিক থেকে সিরাজগঞ্জের দিক যাওয়া একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও শেরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর আরো তিনজন মার যায়। ঘটনার পর ওই সড়কে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। 

বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতরা হলেন অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান এবং অটোরিকশা চালক। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে।

এম হাসান

×