ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সাইকেলে বিশ্ব ভ্রমণ

নেপালের যুবক এখন বাংলাদেশে

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২১:১৯, ১০ জুলাই ২০২৪

নেপালের যুবক এখন বাংলাদেশে

রোসাল লামিচান

বাইসাইকেল চালিয়ে  বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন নেপালের ২৮ বছরের যুবক রোসাল লামিচান। তিনি  নেপাল থেকে বাইসাইকেল চালিয়ে ভারতের শিলিগুড়ির ফুলবাড়ি চেকপোস্ট দিয়ে  বাংলাবান্ধা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া হয়ে মঙ্গলবার ি কেলে নীলফামারীর সৈয়দপুরে এসে রাত্রী যাপন করেন। এখান থেকে বুধবার সকালে রাজধানী ঢাকার দিকে বাইসাইকেল চালিয়ে রওনা দেন তিনি।  
এ সময় তিনি বলেন, নেপাল থেকে  গত আট দিনে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখন তিনি রংপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এর পর ঢাকা থেকে সড়কপথে  ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করবেন। কলকাতা হয়ে তিনি পরিকল্পনামাফিক পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও মধ্যপ্রাচ্যের পথ পাড়ি দিয়ে ইউরোপে যাবেন। রোসাল লামিচান বলেন, বাইসাইকেলে চালিয়ে বিশ্ব ভ্রমণের এই কাজ নিতান্ত শখের বশেই করছেন। ছোটবেলা থেকেই ভ্রমণে আগ্রহী এই যুবকের বাড়ি নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

×