ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ তিনজনের প্রাণহানি 

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ

প্রকাশিত: ২২:১৯, ৯ জুলাই ২০২৪

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ তিনজনের প্রাণহানি 

গাইবান্ধা জেলা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই ভাই সহ তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, দিনাজপুর থেকে আসা একটি ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী দুইভাই সহ তিনজনের মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাহিদ ও নাহিদ নামে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে এবং শাকিল নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী ওসমানপুর হাসপাতালে পাঠান। এর কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়। 

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে জাহিদ ও নাহিদ গোবিন্দগঞ্জ উপজেলার নাছিরাবাদ এলাকার আছালত উদ্দিনের ছেলে। নিহত অপর যুবকের নাম শাকিল মিয়া। তিনিও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

×