ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

রথযাত্রায় প্রাণ গেলো ৫ জনের, আহত অর্ধশত

প্রকাশিত: ১৯:২৬, ৭ জুলাই ২০২৪; আপডেট: ২০:১৭, ৭ জুলাই ২০২৪

রথযাত্রায় প্রাণ গেলো ৫ জনের, আহত অর্ধশত

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 
 
রবিবার (৭ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং আরেকজন নারী হাসপাতালে মারা গেছে, তার নামপরিচয় জানা যায়নি। 

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার খবরে জেলা পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, অহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

 

শহিদ

×