ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

এগুলো কাঁকড়া নয় মানুষের স্বপ্ন, বন্যার পানিতে যা মাটিতে মিশে গেছে!

প্রকাশিত: ১৩:৫১, ৭ জুলাই ২০২৪

এগুলো কাঁকড়া নয় মানুষের স্বপ্ন, বন্যার পানিতে যা মাটিতে মিশে গেছে!

বন্যার পানি ঢুকে সবগুলো মুরগি মারা গেছে

একটি পোল্ট্রি ফার্মে বন্যার পানি ঢুকে সবগুলো মুরগি মারা গেছে, এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, কাদা মাটিতে থরে থরে মুরগিগুলো পড়ে আছে।

সম্প্রতি '৬৪ জেলার মৎস্য উদ্যোক্তা' নামের একটি গ্রুপে ছবিটি শেয়ার দেন তানভির তারেক নামক এক ব্যক্তি। তিনি লিখেছেন, 'এগুলো কোনো কাঁকড়া নয়, মানুষের স্বপ্ন মাটিতে মিশে গেছে!' 

ছবিটি অনেকেই শেয়ার করছেন, অনেকেই মন্তব্য করছেন। কেউ দুঃখ প্রকাশ করছেন, কেউ আবার উল্টো বেশি দাম রাখার প্রশ্নও করছেন। কেউ বলছেন, 'আল্লাহ তুমি ধৈর্য ধারণের শক্তি দাও।' কেউ আবার বলছেন, 'এটা মানা যায় না।' তবে ছবিটি কোথাকার বা কবেকার সেটা কেউ উল্লেখ করেনি।

মো. নাসির উদ্দিন মন্তব্য করেছেন, মরলে সবাই ছবি দেই। দোয়া চাই। কিন্ত ১৫০ টাকার মুরগী যখন ২৫০ টাকায় সেইল করে তখন লাভের অংশটা কেউ দেখাই না। 

সোহেল সৈয়দ লিখেছেন, 'ঈদুল ফিতরের আগের দিন ২৫০ টাকা কেজি বিক্রি করছে! কত নিম্নবিত্ত, দরিদ্র মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও অন্তত ঈদের দিন একটি মুরগি খেতে পারেনি! তারা সেদিন জুলুম করলেও, তাদের এই ক্ষতি অত্যন্ত বেদনাদায়ক। তবে মহান আল্লাহ্ উত্তম বিচারক।'

এনায়েতুল করিম ফামিম লিখেছেন, 'আল্লাহ তুমি ধৈর্য ধারণের শক্তি দাও।' স্বপন মণ্ডল লিখেছেন, 'খামারি শেষ, এটা মানা যায় না।' পপি আক্তার লিখেছেন, 'খুবই দুঃখজনক।' মোহাম্মদ নূর হোসেন লিখেছেন, 'বিচার আল্লাহ করে।'

কামরুন্নাহার লিখেছেন, 'সবই আল্লাহ তায়ালার ইচ্ছা, তার শক্তি অপরিসীম, মানুষের হাতে কিছু নেই,আল্লাহ ধৈর্য্য ধরার তৌফিক দান করুক।'

এএস মুহাম্মদ সাকিব লিখেছেন, 'শুধু লস হলেই মানুষকে দেখান। কই কখনো তো লাভের বেলায় মানুষকে দেখান না।'

এবি 

×