ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

সেন্টমার্টিনে মিয়ানমারের দুই সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ

মুহাম্মদ হানিফ আজাদ, উখিয়া, কক্সবাজার

প্রকাশিত: ১৪:৪৮, ৫ জুলাই ২০২৪

সেন্টমার্টিনে মিয়ানমারের দুই সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ

২ সেনাসহ মিয়ানমারের ট্রলার ভিড়ল সেন্টমার্টিনে

মিয়ানমারের চলমান সংঘাতের ভেতর ৩৩ জন আরোহী নিয়ে একটি ট্রলার বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। আরোহীদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির দুই সশস্ত্র সদস্য রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।  

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় নৌকাটি ভেসে এসেছে। তাঁরা এখন বিজিবির হেফাজতে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ৩৩ জন রোহিঙ্গা সেন্টমার্টিনে ভিড়েছে শুনেছি। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড। 

এই বিষয়ে জানতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।

এবি

×