ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ২ জন নিহত 

মুহাম্মদ হানিফ আজাদ, উখিয়া, কক্সবাজার।   

প্রকাশিত: ১২:২৪, ৩ জুলাই ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ২ জন নিহত 

আরও তিনজন আহত হয়েছেন। 

ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্য একজন শিশুও রয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন। 

আজ বুধবার (১৯ জুন) ভোররাতে উখিয়ার ক্যাম্পের-৮ ও ৯-এ দুর্ঘটনা ঘটে। 

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ২ জনের মধ্যে একজন স্থানীয়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। 

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ রফিক বলেন, ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটছে। নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। 
 আজ বুধবার ভোর রাতে ২ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন রোহিঙ্গাও অপরজন স্থানীয় রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

তাসমিম

×