ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৫ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১

জলাবদ্ধতা নিরসন প্রকল্প

কাজের অগ্রগতিতে সন্তুষ্ট চউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২২:২৮, ২ জুলাই ২০২৪

কাজের অগ্রগতিতে সন্তুষ্ট চউক চেয়ারম্যান

বৃষ্টির পানিতে ডুবেছে নগরের অনেক এলাকা। এই সুযোগে জাল ফেলে মাছ ধরছেন স্থানীয়রা

জলাবদ্ধতা নিরসন প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। এই প্রকল্প নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানির সঙ্গে পর্যালোচনা সভা হয়। 
মঙ্গলবার চউক জনসংযোগ বিভাগ সূত্র জানায়, সভায় চউক চেয়ারম্যান বলেন, সেনাবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম নগরবাসী সবচে’ বড় দুর্ভোগ থেকে বহুলাংশে মুক্তি পেতে চলেছে।

এ জন্য তিনি নগরবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানি বলেন, প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করলেও এর মূল উদ্যোক্তা চউক। জলাবদ্ধতা নিরসন প্রকল্পটিকে আলাদাভাবে গুরুত্ব প্রদান করা হচ্ছে, যার সুফল বিগত বর্ষা মৌসুমেও কিছুটা পাওয়া গেছে এবং চলমান বর্ষা মৌসুমেও পাওয়া যাবে।

×