ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

পটিয়ায় ১৮ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:৩৫, ২৯ জুন ২০২৪

পটিয়ায় ১৮ রোহিঙ্গা আটক

পটিয়া থানায় আটক ১৮ রোহিঙ্গা নাগরিক। 

চট্টগ্রামের পটিয়ায় ১৮ রোহিঙ্গা নাগরিককে থানা পুলিশ আটক করেছে। তারা হলেন- জাহিদ (১৬), ইমাম মাহাদী (১৭), জুবায়ের (১৪), মনজুর আলম(২০), মোঃ রাজু  (১৪), মোঃ সিরাজ (১৭), মোঃ রিয়াদ (১৫), মোঃ নুর বশর (১৭), মোঃ সাদ(১৫), নুর মাহমুদ (১৭), মোঃ আনস(১৬), সৈয়দ আমিন(১৪), মোঃ নুর (১৪), আব্দুল কাদের (১৮), মোঃ ফয়সাল (১৮), হাসেম মোল্লা(১৬), জুবায়ের (২১)। শনিবার দুপুরে তাদের পটিয়া থানা থেকে কক্সবাজার চান সুমুনী স্কুল ক্যাম্প থানায় পুশব্যাগ করা হয়েছে।

পুলিশ জানান, শুক্রবার রাত ১১ টার দিকে একটি হাইচে করে ১৮ রোহিঙ্গা নাগরিক কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের উদ্যােশে বের হয়। মাঝপথে পটিয়া থানার মোড় এলাকায় একটি হোটেলে নাস্তা খেতে নামেন। এসময় পটিয়া থানার এসআই মোস্তাফা আল মামুনেন নেতৃত্বে  টহল পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসা করে। একপর্যায়ে তারা রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন। 

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, ১৮ রোহিঙ্গা নাগরিককে আটকের পর কক্সবাজারে পুশব্যাগ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান রাখা হবে বলে জানান।


 

এসআর

×