ঢাকা, বাংলাদেশ   সোমবার ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকের ভিড় 

প্রকাশিত: ১০:২৪, ২৯ জুন ২০২৪; আপডেট: ১০:৩০, ২৯ জুন ২০২৪

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকের ভিড় 

কুয়াকাটা সৈকত।

কিছুটা বৈরী আবহাওয়া বিরাজমান। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও মৃদু দমকা হাওয়া বইছে। শুক্রবার সকাল থেকে কলাপাড়ার গোটা উপকূল জুড়ে এ অবস্থা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। 

তারপরও এসব উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকের ভিড় বেড়েছে। শুক্রবার সকাল থেকে আগত পর্যটকরা কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় সৈকতের বেলাভূমে আমুদে সময় কাটাচ্ছেন। 

জোয়ারে সৃষ্ট ঢেউয়ের সঙ্গে মিতালি করে উপভোগ্য সময় পার করছেন। কেউ বা বৃষ্টিতে ভিজে সমুদ্রের আসল চেহারা দেখছেন। কেউ আবার বাইকে ঘুরছেন গোটা সৈকত। সৌন্দর্যমন্ডিত স্পটগুলোতে বেড়াচ্ছেন সবাই। 

আগতরা অধিকাংশ পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাচ্ছেন। কুয়াকাটায় পর্যটকের আনাগোনা বাড়ায় পর্যটন নির্ভর ব্যবসা-বাণিজ্য সচল হওয়ায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেন। 

এসআর

×