ঢাকা, বাংলাদেশ   সোমবার ০১ জুলাই ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১

তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

নিজস্ব সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম) 

প্রকাশিত: ১৮:১৪, ২৮ জুন ২০২৪; আপডেট: ১৮:৪৬, ২৮ জুন ২০২৪

তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

মরদেহ দেখতে তিস্তাপাড়ে লোকে লোকারণ্য।

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ম দিনে শামীম মিয়া (৭) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। নৌকাডুবির ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন লালচামার এলাকায় তিস্তা নদীর কিনারা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত শামীম উলিপুর থানার পুর্ব বজরা মিয়াজী পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদীবেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন।

এর মধ্যে শুক্রবার সকালে শামীম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নৌকাডুবির ঘটনায় এখনো রুপালী বেগম (২৩), ও  ইরামনি (১০) নিখোঁজ রয়েছেন।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সাব-কর্মকর্তা আব্বাস আলী জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসআর

×