ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পলিথিনে মোড়ানো সুপারির বাগানে নবজাতকের লাশ

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৭:৫১, ২৭ জুন ২০২৪

পলিথিনে মোড়ানো সুপারির বাগানে নবজাতকের লাশ

সুপারি বাগান।

ভোলায় পলিথিনে মোড়ানো সুপারির বাগানে মিলছে এক নবজাতকের লাশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ভোলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার দ্বীপ মোহনা শিল্প গোষ্ঠীর কার্যলায়ের সামনের সুপারির বাগানে স্থানীয়রা এ লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

স্থানীয় মারকাযুন নুর ইসলামী একাডেমি মাদরাসার শিক্ষক মো. মাহমুদুল হাসান  জানান, ফজরের নামাজের পর ছাত্রদেরকে বিরতি দেওয়া হলে তারা হাঁটতে যায়। পরে কয়েকজন ছাত্র হাঁটতে গিয়ে মাদরাসা সামনের বাগানে পলিথিনে মোড়ানো একটি শিশুকে দেখতে পেয়ে আমাকে গিয়ে জানান। পরে আমি এসে দেখতে পেয়ে তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন করি। পরে পুলিশ এসে নবজাতকের লাশ উদ্ধার করেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুলা আল মামুন সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত নবজাতকটি অপরিপক্ক হওয়ায় এটি শনাক্ত করা যাচ্ছে না। সুরতহাল প্রস্তুত সহ মরদেহটির ডিএনএ সংগ্রহের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসআর

×