ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১

মীরসরাইয়ে ট্রেনের ইঞ্জিনে আগুন

রাজিব মজুমদার, নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম 

প্রকাশিত: ১২:৪২, ২৭ জুন ২০২৪

মীরসরাইয়ে ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রায় সাড়ে ৩ ঘন্টা ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) ও এক ঘন্টা আপ লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল। 

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মীরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। প্রায় সাড়ে ৩ ঘন্টা ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) ও এক ঘন্টা আপ লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল। 

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় বড়তাকিয়া রেল ষ্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। লাইনে আড়াই ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় আমবাড়িয়া লেভেল ক্রসিং বন্ধ হয়ে মীরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল।খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া থেকে গাড়ির পাট্স, ইলেট্রিক পণ্য নিয়ে ৩১ বগি বিশিষ্ট মালবাহী ট্রেন (কন্টিনার) চট্টগ্রাম যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ট্রেনের লোকো মাষ্টার মো. শাহাজাহান বলেন, ইঞ্জিনের এডজষ্টার থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুন দেখার সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দিয়েছি। এরপর আমরা ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশন মাষ্টারের কাছে খবর দিলে তারপর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে এই ট্রেনটি নিয়ে গেছে।

মীরসরাই ফায়ার ষ্টেশন সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া ষ্টেশন মাষ্টার থেকে খবর পাই যে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। কিন্তু তিনি ঘটনার স্থান সঠিকভাবে দিতে না পারায় পৌছাতে একটু বিলম্ব হয়। পরে স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে মীরসরাই কলেজ রোড় দিয়ে ঘটনাস্থলে যাই। প্রথমে আমাদের পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। পরবর্তিতে পাম্পগুলো বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

বড়তাকিয়া রেল ষ্টেশন মাষ্টার মো. শামসুদ্দৌহা জানান, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় সাড়ে ৩ ঘন্টা ও আপ লাইনে ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রনে আসার পর রিলিফ ট্রেন ওই ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া ষ্টেশনে নিয়ে আসার পর সকাল ১০ টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তাসমিম

×