ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার

সংবাদদাতা,কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:৫৫, ২৪ জুন ২০২৪

কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার

কৃষক  নুর ইসলামের বাড়ির আঙিনায় জালের সঙ্গে আঁটকে থাকে। 

কলাপাড়ায় দেখা মিললো বিষধর সাপ রাসেলস ভাইপার। ৫ ফুট লম্বা এই সাপটি সোমবার (২৪ জুন) সকালে ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের কৃষক  নুর ইসলামের বাড়ির আঙিনায় জালের সঙ্গে আঁটকে থাকে। 

পরে সাপটির ফোস ফোস আওয়াজ শুনে নুর ইসলাম সাপটি ধরার চেষ্টা করেন। এসময় তার স্ত্রীর অনুরোধে হাত দিয়ে না ধরে লাঠি দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দেয়। পরে একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেন। স্থানীয় বেশ কয়েকজন যুবককে এটি দেখানো হয়।

আরও পড়ুন : গায়েব ছাগলকাণ্ডের মতিউরের প্রথম স্ত্রী লাকি

এটিকে স্নেক রেসকিউ টিম অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যদের দেখালে তারা নিশ্চিত করেন যে এটা রাসেলস ভাইপার। পরে রাসেলস ভাইপার শুনে স্থানীয় মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমায়। সাপটি আপাতত সংরক্ষিত রয়েছে। 
 

তাসমিম

×