ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

রাসেল ভাইপারের আতঙ্কে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা ,গাইবান্ধা 

প্রকাশিত: ১২:১৪, ২৩ জুন ২০২৪; আপডেট: ১২:১৯, ২৩ জুন ২০২৪

রাসেল ভাইপারের আতঙ্কে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী

অজগর সাপ। ছবি: সঙগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিষাক্ত রাসেল ভাইপার মনে করে একটি অজগর সাপের বাচ্চা পিটিয়ে মেরেছে এলাকাবাসী। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় সাপটিকে পিটিয়ে হত্যা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী ভুলবশত সাপটিকে রাসেল ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মারে। মূলত সাপটি একটি অজগর সাপের বাচ্চা ছিল। যা বিষাক্ত নয় এবং সাধারণত মানুষের জন্য বিপজ্জনক নয়।গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা এ.এইচ.এম শরিফুল ইসলাম মন্ডল  জানান, এ ঘটনা প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে ঘটেছে । সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেল ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। এ ঘটনায় তিনি এলাকাবাসীকে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন এবং প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করার কথাও জানান তিনি।
 

 এসআর

×