ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

’রাসেল ভাইপার’ ভেবে রেইনবো ওয়াটার স্নেক পিটিয়ে মারল জনগণ 

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী 

প্রকাশিত: ০৯:২৩, ২৩ জুন ২০২৪

’রাসেল ভাইপার’ ভেবে রেইনবো ওয়াটার স্নেক পিটিয়ে মারল জনগণ 

রেইনবো ওয়াটার স্নেক। ফাইল ফটো

পটুয়াখালীর বাউফলে 'রাসেল ভাইপার' ভেবে পিটিয়ে মেরে ফেলা সাপটির নাম রেইনবো ওয়াটার স্নেক। যা স্থানীয় ভাবে মেটে সাপ বা মাইট্টা সাপ নামে পরিচিত। এ সময় সাপটির পেটে থাকা ১৭টি বাচ্চাকে'ও মেরে ফেলে আতঙ্কিত জনগণ। 

শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের মাজেদা ক্লিনিকের সামনে রেইনবো ওয়াটার স্নেক নামক সাপটিকে সড়কের পাশে দেখতে পেয়ে রাসেল ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়ে জনগণ। তখন তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। 

মেরে ফেলা সাপটির নাম রেইনবো ওয়াটার স্নেক নিশ্চিত করে এনিমাল লাভার অফ পটুয়াখালীর বন্য প্রাণী ও সাপ উদ্ধার কর্মী আসাদুল্লাহ হাসান মুসা বলেন, 'মেরে ফেলা সাপটি মৃদু বিষধর। এই সাপের বিষ মানুষের জন্য ক্ষতিকর নয়।

এভাবে আতঙ্কিত হয়ে নিরীহ সাপকে মেরে ফেললে ভবিষ্যতে প্রকৃতি বড় হুমকির মুখে পড়বে। এ সময় বন বিভাগকে মানুষষের মাঝে রাসেল ভাইপার সম্পর্কে সতর্কতামূলক প্রচারণা বৃদ্ধি করার পরামর্শও দেন তিনি।

এ বিষয়ে বন বিভাগের বাউফল উপজেলা রেঞ্জ অফিসার বদিউজ্জামান সোহাগ বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে দেয়া সতর্ক বার্তা নিয়মিত মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

এসআর

×